পাকিস্তানকে হটিয়ে র্যাংকিংয়ের শীর্ষে ভারত
ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগে পরাশক্তি দলগুলো দারুণ প্রতিযোগিতায় নেমেছে। যেখানে একেকবার র্যাংকিংয়ের চূড়ায় উঠছে ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়া। ইতিহাস গড়ে আইসিসির ওয়ানডে নম্বর ওয়ান পজিশনে এসেছিল পাকিস্তান। এবার তাদের হটিয়ে সেই স্থান দখল করেছে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত। মোহালিতে আজ (শুক্রবার) অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশটি ঐতিহাসিক কীর্তি গড়েছে। সব ফরম্যাটেই ভারত এখন সবার শীর্ষে।
আজকের জয়ে ফরম্যাটটিতে ভারতের রেটিং পয়েন্ট হয়েছে ১১৬। মাত্র এক পয়েন্ট (১১৫) কম নিয়ে অবনতি ঘটেছে বাবর আজমের দলের। তাদের পরই তিন নম্বরে অবস্থান অস্ট্রেলিয়ার। তবে প্যাট কামিন্সের দল শীর্ষ দুই দেশের চেয়ে বেশ পিছিয়ে আছে। পরাজয়ের কারণে দুই পয়েন্ট হারিয়ে তাদের রেটিং এখন ১১১।
বিজ্ঞাপন
প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ২৭৬ রান সংগ্রহ করে। তাদের দ্রুত গুটিয়ে দেওয়ার পেছনে বড় ভূমিকা রয়েছে পেসার মোহাম্মদ শামির। ১০ ওভারে তিনি ৫১ রানে ৫ উইকেট শিকার করেন। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার ডেভিড ওয়ার্নার। এছাড়া জশ ইংলিস ৪৫, স্টিভেন স্মিথ ৪১ এবং মার্নাস লাবুশেন ৩৯ রান করেন।
— ICC (@ICC) September 22, 2023
জবাবে মাঝারি লক্ষ্য তাড়ায় শুরু থেকেই দারুণ শুরু করে ভারতীয় ওপেনাররা। রোহিত শর্মা, বিরাট কোহলিসহ অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রামে রেখে খেলতে নামা তরুণ ব্যাটাররা এই পরীক্ষায় বেশ ভালোভাবেই উত্তীর্ণ হয়েছেন। ওপেনিংয়ে নামা রুতুরাজ গায়কোয়াড ৭১ এবং শুভমান গিল করেন ৭৪ রান। ইনজুরির কারণে এশিয়া কাপ খেলতে না পারা শ্রেয়াশ আইয়ার দুর্ভাগ্যজনকভাবে মাত্র ৩ পুঁজি নিয়েই রান আউটে কাটা পড়েন।
এরপর লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদবরা পরবর্তী ধাক্কা ভালোই সামলেছেন। নেতৃত্বের ভার নিয়ে রাহুল করেন ৫৮ রান। ওয়ানডেতে রানখরায় ভোগা সূর্যও অবশেষে রানে ফিরেছেন। পেয়েছেন দ্বিতীয় ওয়ানডে ফিফটি। ফলে ৫ উইকেট হারিয়ে ৮ বল রেখেই ভারত জয়ের বন্দরে পৌঁছে যায়। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা। এছাড়া কামিন্স ও শন অ্যাবট একটি করে শিকার করেন।
এই জয়ে টি-টোয়েন্টি ও টেস্ট ফরম্যাটের পর ওয়ানডেতেও র্যাংকিংয়ের শীর্ষে উঠে গেছে রাহুল ও রোহিতের দল। এর আগে পাকিস্তান এশিয়া কাপের শিরোপা জিততে না পারলেও ওয়ানডেতে সবার ওপরেই ছিল। বিশ্বকাপের আগে তাদের আনুষ্ঠানিক কোনো ম্যাচ না থাকায় সেই অবস্থান পুনরুদ্ধারের আর সুযোগ নেই। একইসঙ্গে ভারত অজিদের বিপক্ষে চলমান তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
এএইচএস