বিশ্বকাপের আগে সিরাজ-শামির লড়াই
মধুর সমস্যায় পড়েছে ভারত। ঘরের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের একাদশে পেসার নেওয়া নিয়েই এই বিভ্রান্তি। সর্বশেষ এশিয়া কাপেও দেখা গেছে, জাসপ্রীত বুমরাহ দলে আছেন মানে একাদশের বাইরে মোহাম্মদ শামি। অন্যদিকে হার্দিক পান্ডিয়ার জায়গাও পাঁকা। ফলে আর বাকি থাকে মোহাম্মদ সিরাজ। যিনি এশিয়া কাপের ফাইনালে একাই শ্রীলঙ্কাকে ধসিয়ে দিয়েছিলেন। এবার একাদশে ফিরে অস্ট্রেলিয়ার ব্যাটারদের খাবি খাইয়েছেন শামি। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় বারের মতো তিনি পাঁচ উইকেট তুলে নিয়েছেন।
ঘরের মাঠে আজ (শুক্রবার) থেকে প্যাট কামিন্সদের সঙ্গে শুরু হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যেখানে আগে ব্যাট করে অজিরা সব উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২৭৬ রান। শামির বোলিং তোপেই মূলত সফরকারীরা আক্রমণাত্মক মনোভাব ধরে রাখতে পারেনি। মোহালিতে অনুষ্ঠিত ম্যাচটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন শামি।
বিজ্ঞাপন
কামিন্সদের বিপক্ষে ওয়ানডে ম্যাচে তার শিকার ৩৭টি। এই ম্যাচে শামি ১০ ওভারে ৫১ রানে ৫ উইকেট তুলে নেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৫ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের। ম্যাচের প্রথম ওভারেই উইকেট নেন শামি। চার ওভার বল করে মাঠ ছেড়ে উঠেও গিয়েছিলেন। মোহালির গরম যে কিছুটা ক্লান্তি এনে দিয়েছিল সেটা স্বীকারও করেন তিনি। ম্যাচ শেষে তাকে জিজ্ঞেস করা হয় গরম লাগছিল কিনা।
আরও পড়ুন >> সিরাজকে বড় সুসংবাদ দিলো আইসিসি
— ICC (@ICC) September 22, 2023
জবাবে শামি বলেন, ‘ঠান্ডা ঘরে বসে গরমটা বোঝা যাবে না। বাইরে এখানে খুবই গরম।’ এমন উত্তরের মতোই মাঠে আক্রমণাত্মক ছিলেন শামি। নতুন বলে শুরু করেছিলেন। তখন উইকেট পেয়েছেন। মাঝের ওভারে বল করতে এসে উইকেট পেয়েছেন। আবার ডেথ ওভারেও উইকেট নিয়েছেন শামি।
পরে অবশ্য সিরাজের সঙ্গে এমন উষ্ণ প্রতিযোগিতা নিয়েও কথা বলেছেন শামি, ‘সিরাজের সঙ্গে বল করতে বেশ ভাল লাগে আমার। বেশ কয়েক বছর ধরে আমরা একসঙ্গে বল করছি। একে অপরের সঙ্গ আমরা উপভোগ করি। দলের প্রয়োজনে উইকেট নিতে পেরে ভাল লাগছে। এই পিচে খুব বেশি কিছু ছিল না। সঠিক লেংথে বল করা এবং বৈচিত্র্য প্রয়োজন হয়। সেটা করতে পেরেছি। ফল পেয়েছি পরিশ্রমের।’
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 22, 2023
বর্তমানে ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকর। সাবেক এই ভারতীয় পেসার এতদিন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট পাওয়ার তালিকায় ছিলেন। বিশ্বকাপ একাদশে শামি-সিরাজদের মধ্যে কে সুযোগ পাবেন কঠিন এই সিদ্ধান্ত নিতে হবে আগারকার ও কোচ রাহুল দ্রাবিড়কে। তাদের ঘরের মাঠে আগামী ৫ অক্টোবর পর্দা উঠবে ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের।
এএইচএস