চলতি বছর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে দল থেকে বাদ পড়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর তাকে দলে ফেরানো নিয়ে কম জলঘোলা হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রিয়াদকে বাংলাদেশ দলে ফেরানো হয়েছে। এছাড়া ১০ মাস পর জাতীয় দলে ফিরেছেন সৌম্য সরকারও।

দলে এই দুই ক্রিকেটারকের ভূমিকা নিয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাসের কাছে আজ (বুধবার) জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, ‘রোল (ভূমিকা) জিনিসটা আমি আসলে বলতে চাই না। এটা আসলে পরিস্থিতির ওপর নির্ভর করে।’

একটা উদারহরণ দিয়ে লিটন বলেন, ‘এখন যদি ম্যাচে দ্রুত উইকেট পড়ে যায় আর রিয়াদ ভাই ব্যাটিংয়ে নামে, তখন যদি ৩০-৩৫ ওভারের খেলা থাকে, তাহলে উনি উনার মতো করেই খেলাটা খেলবে। ওটা বলার দরকার নাই। উনি অনেক অভিজ্ঞ (ম্যাচিউরড)। এটা সৌম্যর ক্ষেত্রেও। যেখানে সুযোগ পাবে তারা রান করার চেষ্টা করবে।’

আরও পড়ুন >> এত খেলা, সোশ্যাল মিডিয়ার সমালোচনা দেখার সময় নেই : লিটন

গতকাল বৃষ্টির কারণে ঠিকমত অনুশীলন করতে পারেনি টাইগাররা, আজও বাগড়া দিয়েছে বৃষ্টি। যে কারণে এশিয়া কাপের প্রস্তুতি নিয়েই ঘরের মাঠে নামতে হচ্ছে টাইগারদের। এ নিয়ে টাইগার অধিনায়কের ভাষ্য, ‘কাজ করার তো সুযোগ নেই। যা করার মানসিকভাবে করা লাগছে, মাইন্ড গেম খেলা লাগছে। দেখি কতটুকু সফল হওয়া যায়। টেকটিক্যালি তো কিছু করতে পারিনি, কাল অনুশীলন করতে পারিনি। জানি না আজও কতখানি প্র্যাকটিস করতে পারব। হয়ত প্র্যাকটিস ছাড়াই মেইন ম্যাচে খেলা লাগতে পারে। এটা মানসিকতার খেলা। ওদের স্পিনও ভালো, কোয়ালিটি স্পিনারও আছে।’

আগামীকাল দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। প্রতিটি ম্যাচই একই ভেন্যু ও সময়ে নির্ধারিত। পরবর্তী দুই ওয়ানডে আগামী ২৩ ও ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

এসএইচ/এএইচএস