বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আসন্ন ২০২৪ সালেও তারা চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে চায়। সে লক্ষ্যে তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে শুরু করেছে ৪ বারের শিরোপাজয়ী দলটি।

আজ (মঙ্গলবার) দুপুরে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানকে দলে ভেড়ানোর কথা জানিয়েছিল কুমিল্লা। পরবর্তীতে সন্ধ্যায় ফ্র্যাঞ্জাইজিটি ওয়েস্ট ইন্ডিজের দুই অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও সুনীল নারিনকেও দলে ভেড়ানোর খবর নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা।

এর আগের মৌসুমে কুমিল্লার হয়ে খেলা জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস, স্পিনার তানভির ইসলাম ও পেসার মুস্তাফিজুর রহমানকে দলে রেখে দেয় কুমিল্লা। এছাড়া দেশি ক্রিকেটারদের মধ্যে থেকে সরাসরি চুক্তিতে তাওহীদ হৃদয়কে যুক্ত করেছে নাফিসা কামালের দল। গত আসরে তরুণ এই ব্যাটার সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন।

আসন্ন ২০২৪ বিপিএলকে সামনে রেখে চলতি মাসের ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। শেষ সময়ে এসে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দল খেলোয়াড় ভেড়াতে ব্যস্ত সময় পার করছে। 

এসএইচ/এএইচএস