এশিয়া কাপের ফাইনাল হলো একেবারেই অপ্রত্যাশিত। মোহাম্মদ সিরাজের ক্যারিয়ারসেরা বোলিং ভারতকে দিয়েছে সহজ এক জয়। তার রেকর্ডবুক তোলপাড় করে দেওয়া বোলিং ভারতকে এনে দিয়েছে এশিয়া কাপের ৮ম শিরোপা। টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কাকে ভারত আটকে দিয়েছে মাত্র ৫০ রানে। জবাবে ঈশান কিষাণ এবং শুভমান গিলের নিরবিচ্ছিন্ন জুটি ভারতকে দিয়েছে ১০ উইকেটের জয়

২১ রানে ৬ উইকেট নিয়ে এশিয়া কাপেরই দ্বিতীয় সেরা বোলিং ফিগার এখন সিরাজের। ম্যান অব দ্য ফাইনালও অবধারিতভাবে তিনিই। 

তবে চমক এসেছে ম্যান অব দ্য সিরিজের ক্ষেত্রে। টুর্নামেন্টে ৯ উইকেট পাওয়া কুলদীপ যাদবকে দেওয়া হয়েছে এই পুরস্কার। সেরার দৌড়ে পেছনে ফেলেছেন সর্বোচ্চ রান সংগ্রাহক শুভমান গিল (৩০২) এবং সর্বোচ্চ উইকেট পাওয়া মাহিশা পাথিরানাকে (১১ উইকেট)। 

কুলদীপের ৯ উইকেট এসেছে সুপার ফোরের দুই ম্যাচে। পাকিস্তানের বিপক্ষে ২২৮ রানের বিশাল জয়ে মুখ্য ভূমিকা রেখেছিল তার ৫ উইকেট। আর লঙ্কানদের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পেয়েছিলেন ৪ উইকেট। নেপালের বিপক্ষে বল করলেও উইকেট পাওয়া হয়নি তার। 

জেএ