চলমান এশিয়া কাপে দুইবার ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখেছে ক্রিকেট বিশ্ব। যেখানে এক ম্যাচে জিতেছে বৃষ্টি, আর অন্যটিতে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বড় হারের পর বেশ সমালোচনা হয়েছে পাকিস্তান দলকে নিয়ে। তাই এবার বাংলাদেশের বিপক্ষে ভারত হারায় কিছুটা হলেও খুশি পাকিস্তানি সমর্থকেরা।

সুপার ফোরের শেষ ম্যাচে ভারত হারার পর নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বলেন, 'ভারত কাদের কাছে ম্যাচ হেরেছে? বাংলাদেশের কাছে, যাদের ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী বলা না গেলেও প্রতিদ্বন্দ্বী বলাই যায়। লজ্জাজনক হার। লোকজন পাকিস্তানের সমালোচনা করে বলছে পাকিস্তান শ্রীলঙ্কার কাছে হেরেছে। শ্রীলঙ্কা কিন্তু ভালো দল।'

এশিয়া কাপের এবারের আসরে নিজেদের শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। সাকিব আল হাসান-তাওহীদ হৃদয়ের ফিফটিতে লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ। রোমাঞ্চ ছড়ানো এই ম্যাচে বোলারদের জন্য কাজটা সহজ ছিল না। শেষ ওভারের নাটকীয়তায় শেষ পর্যন্ত জয় পেয়েছে বাংলাদেশ। 

শোয়েব বলেন, 'বাংলাদেশও ভালো দল। বিশ্বমঞ্চে বড় বড় দেশকে চ্যালেঞ্জ জানায় তারা। ওরা ভারতকে দারুণভাবে হারিয়েছে। এতে কিছুটা শান্তি হয়তো আমার মতো অন্য পাকিস্তানিরাও পাচ্ছে। ভারত অন্তত বাংলাদেশের কাছে তো হারলো।'

এইচজেএস