এশিয়া কাপের এবারের আসরটা বাংলাদেশের জন্য ছিল পরীক্ষার মঞ্চ। তরুণ ক্রিকেটারদের পরখ করে নিতে যেন এশিয়া কাপকেই বেছে নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। দুজন ক্রিকেটারের অভিষেক ঘটেছিল আগেই। গতকাল নিজেদের শেষ ম্যাচে আরও একজনের অভিষেক ঘটায় টিম ম্যানেজমেন্ট। তিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে আসা পেসার তানজিম হাসান সাকিব। 

শুক্রবার ভারতের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক ঘটে তানজিম সাকিবের। নতুন দিনের পেসার সাকিব তার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখার শুরুতে নিজের অভিষেক ক্যাপ গ্রহণ করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছ থেকে। আর এই ক্যাপ গ্রহণ করার একদিন পর সাকিবের কন্ঠে ঝরেছে ভালোলাগার ধ্বনি।

বাংলাদেশ দলে অধিনায়ক সাকিব রীতিমতো কিংবদন্তি। তার কাছ থেকে ক্যাপ নিতে পেরে স্বাভাবিকভাবেই বেশ উচ্ছ্বসিত জুনিয়র সাকিব। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, 'বিশেষ ক্যাপ, বিশেষ মানুষের হাত থেকে।' 

ভারতকে ৬ রানে হারানোর দিনে তরুণ সাকিবের প্রশংসায় মেতেছেন কোচ থেকে অধিনায়ক। ব্যাট হাতে শেষদিকে খেলেছেন ৮ বলে ১৪ রানের কার্যকরী ইনিংস। আর বল হাতে বাংলাদেশকে এনে দিয়েছিলেন উড়ন্ত এক সূচনা। পুরস্কারও জুটেছে হাতেনাতে। কোচ হাথুরুসিংহে জানিয়েছেন বিশ্বকাপ ভাবনায় থাকবেন সাকিব।

এর আগে গতকাল ব্রডকাস্টারদের দেওয়া সাক্ষাৎকারে নিজের পাওয়া প্রথম উইকেট নিয়ে  সাকিব বলছিলেন, ‘রোহিত ভাইয়ের উইকেটটা ছিল আমার কাছে স্বপ্নের উইকেট। আমার ক্যারিয়ারের প্রথম উইকেট। আমি কেবল বল ঠিক লাইন ও লেন্থে করায় মনোযোগ দিয়েছি। এটা ঠিক রাখার চেষ্টা করেছি। এজন্য আমি তাড়াতাড়ি সাফল্য পেয়েছি।’

এছাড়া শেষ ওভারে বল করার অনুভূতি জানাতে গিয়ে সাকিব বলেন, ‘ওই বলে আমি আবার স্লোয়ার দেওয়ার চিন্তা করেছিলাম। কিন্তু এটা খুব কাছাকাছি ম্যাচ ছিল, দুই বলে আট রান দরকার ছিল। আমার বিশ্বাস ছিল পারফেক্ট ইয়র্কার করতে পারব। সেটাই হয়েছে। আমরা দেশে ফিরে যাচ্ছি ভারতের বিপক্ষে বড় একটা জয় নিয়ে। আমার জন্য এটা খুবই ভালো অনুভূতি।’

এসএইচ/জেএ