ইমার্জিং এশিয়া কাপে এই শ্রীলঙ্কার মাটিতেই দারুণ কিছু করে দেখিয়েছিলেন শেখ মেহেদী। এরপরেই ডাক এসেছিল জাতীয় দলে। আবারও ফিরেছিলেন লঙ্কার মাটিতে। তবে ছন্দ পাওয়া হচ্ছিল না তার। একেবারে শেষে এসে অবশ্য বাজিমাত করেছেন মেহেদী। ভারতের বিপক্ষে ব্যাটে বলে মনে রাখার মত ম্যাচ পার করেছেন এই স্পিন অলরাউন্ডার। 

বিশেষ করে ৭ উইকেট হারানোর পর ব্যাট হাতে ২৩ বলে ২৯ রানের কার্যকরী এক ইনিংস খেলেছেন তিনি। অপরপ্রান্তে ছন্দে থাকা নাসুম আহমেদকে দিয়েছেন যোগ্য সঙ্গ। কোচ হাথুরুসিংহেও ব্যাপক সন্তুষ্ট টেলএন্ডের এই দুজনের প্রতি, ‘১৯০ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ফেলেছিলাম আমরা। আগের ম্যাচগুলোতে ব্যাটিং অর্ডারের নীচের দিক থেকে কোনো সাপোর্ট পাওয়া যায়নি। আজকের দিনটি ভিন্ন ছিল, টেল এন্ডাররা আমাদের ম্যাচ জিতিয়ে দিয়েছে।’

ব্যাটিংয়ের পরে মেহেদীর বোলিংও মন কেড়েছে হাতুরাসিংহের, ‘মেহেদীকে নিয়ে আমি অনেক খুশি। ওর মানসিকতা ও বোলিংয়ে আত্মবিশ্বাসের ছাপ ছিল। এই ম্যাচে এক ওভারে অনেক রানও দিয়েছে। তবে আমি বলবো সে আমাদের ম্যাচেও ফিরিয়েছে। যখন (শুভমান) গিল ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছিল। ওকে দেখে আমি খুবই খুশি। অলরাউন্ডার মেহেদীকে যদিও ততটা দেখা হয়নি আমার। তবে ওর আজকের পারফরম্যান্স ভালোলাগার।’

এসএইচ/জেএ