আগামী বছরের (২০২৪) শুরুতে শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত বসবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসর। আর এই টুর্নামেন্টকে সামনে রেখে চলতি বছর থেকেই নিজেদের প্রস্তুত করছে যুবা টাইগাররা। অবশ্য আসন্ন বিশ্বকাপকে ঘিরে নতুন করে যুবাদের বোলিং কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় দলের সাবেক পেসার নাজমুল হোসেনকে যুবাদের বোলিং কোচ হিসেবে নিযুক্ত করেছে বিসিবি। আজ (শুক্রবার) নাজমুল নিজেই ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, চেষ্টা থাকবে যুবাদের সর্বোচ্চটুকু উজাড় করেই দীক্ষা দেওয়ার।

আরও পড়ুন >> তামিম-বিজয়কে নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাকিবের অভিষেক

নাজমুল অবশ্য এবারই প্রথম কোচের দায়িত্ব পেয়েছেন তা নয়। দীর্ঘদিন ধরেই তিনি বাংলাদেশ দলের পাইপলাইন পেসারদের নিয়ে তৈরি করা বাংলা টাইগার্সের কোচের দায়িত্ব পালন করছেন। এছাড়া বিপিএলের গত আসরের ফাইনালিস্ট সিলেট স্ট্রাইকার্সেরও বোলিং কোচের দায়িত্বে ছিলেন নাজমুল।

আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে নাজমুল লাল-সবুজ জার্সিতে ৪৪টি ম্যাচ খেলেছেন। যেখানে তার শিকার ৫০ উইকেট।

এসএইচ/এএইচএস