ফাইল ছবি

চলমান এশিয়া কাপে এখনও পর্যন্ত বাংলাদেশের জয় কেবল একটি। মোটা দাগে বলতে গেলে, ব্যর্থই হয়েছে সাকিব আল হাসানের দল। বিশেষ করে, ব্যাটিংয়ে বেশ ভুগেছে দল। যা অকপটে স্বীকার করলেন বাংলাদেশ অধিনায়কও।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে সাকিব বলেন, 'ব্যাটিং করতে পারিনি সেটি তো অবশ্যই হতাশা। যে ধরনের আমাদের ইচ্ছে ছিল, সে ধরনের করতে পারিনি। কিন্তু পরের সিরিজে হয়তো কামব্যাক করতে পারবে সবাই।'

দলের ব্যাটিংয়ে সাকিব সন্তুষ্ট কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এগুলো আসলে মিডিয়াতে বলার বিষয় না– কোন জায়গা নিয়ে আমি সন্তুষ্ট, কোন জায়গা নিয়ে আমি সন্তুষ্ট না। এগুলো আসলে আমাদের টিম ম্যানেজমেন্টের আলোচনা করার বিষয় এবং ওখান থেকে সমাধান বের করার বিষয়।' 

দুই দিন আগে টিম হোটেলে কোচ চন্ডিকা হাথুরুসিংহে প্রতিটি খেলোয়াড়ের সঙ্গেই বসে কথা বলেছেন। সেখানে কি কথা বলেছেন প্রধান কোচ জানতে চাইলে সাকিব বলেন, 'এটা কোচ বলতে পারবে, কি জন্য বসছে, কি বলছে। না, আমার সঙ্গে এ বিষয়ে কথা হয়নি।'

কোহলি কিংবা রাহুল বাংলাদেশ দলের জন্য হুমকি কিনা এমন প্রশ্নে সাকিব বলেন, 'পুরো ভারত টিমই আমাদের জন্য বড় থ্রেট।'
 
এসএইচ/এইচজেএস