জাতীয় দলে অল্প কদিনের মধ্যেই নির্ভরতার নাম হয়ে উঠেছিলেন তাওহীদ হৃদয়। তার উপর দলের আস্থাও অনেক বেশি। সেই আস্থার প্রতিদান অবশ্য এশিয়া কাপে দেওয়া হয়নি হৃদয়ের। প্রথম তিন ম্যাচেই মোটাদাগে ব্যর্থ হয়েছেন এই বাংলাদেশি। তবে সুখবর নিজের শেষ ম্যাচে অসাধারণ এক ইনিংস খেলেছেন তিনি।

তবে কয়েক ম্যাচ বাজে খেলার কারণে অফ ফর্মে চলে গিয়েছেন এমনটা মানতে নারাজ হৃদয়। সবারই উত্থান-পতন আছে এমনটা বিশ্বাস করেন বয়সভিত্তিক বিশ্বকাপ জেতা এই খেলোয়াড়, ‘আপস এন্ড ডাউন যেটা বলছেন বা যেটা সবাই বলছে। প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা খেলোয়াড় ভালো খেলে না এটাই স্বাভাবিক। একটা দুটা ম্যাচে রান করিনি, এর মানে একদম অফ ফর্মে চলে গেলাম, ব্যাপারটা এমনও না। আমার মনে হয় এখানে বোঝার ভুল আছে। কিন্তু আমার দল থেকে কোচদের কিংবা খেলোয়াড়দের থেকে কারো এরকম অনুভব হয়নি, আমি এরকম অবস্থায় আছি।’

আরও পড়ুন>> ভারতকে হারিয়ে শেষটা রাঙাতে চান হৃদয়

এশিয়া কাপে কার্যত আশা শেষ হয়ে গিয়েছে বাংলাদেশের। তবু ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে সিরিয়াস হৃদয়, আমি মনে করি প্রতিটা আন্তর্জাতিক ম্যাচই গুরুত্বপূর্ণ, প্রতিটি খেলোয়াড়ের জন্য। এটা বিশ্বকাপ বা এশিয়া কাপ বলেই না, প্রত্যেকটা ম্যাচই একজন খেলোয়াড়ের জন্য গুরুত্বপূর্ণ।’ 

মুশফিকুর রহিমের না থাকা নিয়েও কথা উঠে এসেছে। তবে সেখানেও বেশ ইতিবাচক মানসিকতায় পাওয়া গেল তাকে, ‘আমি আগেই বলেছিলাম, যে জায়গায়ই খেলি, আমার দলের জন্য অবদান রাখা জন্য। যখনই সুযোগ আসে, আমার প্রেসেসের ভেতর থেকে চেষ্টা করি আমার দলের জন্য অবদান রাখতে। যেটা বললেন, মুশফিক ভাই নেই। অবশ্যই এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। একজন অভিজ্ঞ ক্রিকেটার নেই। আমরা চেষ্টা করব, যারা আছি তার জায়গটা রিকভার করতে পারি।’ 

এশিয়া কাপে বাংলাদেশের শেষ ম্যাচ ভারতের বিপক্ষে। শুক্রবার ভারতের বিপক্ষে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। 

এসএইচ/জেএ