বেশ উচ্চাশা নিয়েই ভারতের বিপক্ষে মাঠে নেমেছিলেন পাকিস্তানের বোলাররা। গ্রুপপর্বের ম্যাচেও যে প্রভাব বিস্তার করেছিল পাকিস্তানই। তবে সুপার ফোরে সব হিসেব নিকেশ বদলে দিলেন লোকেশ রাহুল-বিরাট কোহলিরা। দুজন মিলে রীতিমত শাসন করেছেন পাকিস্তানের বোলিং লাইনআপকে। পাকিস্তানের বিপক্ষে ভারত থেমেছে ৩৫৬ রানে। আর তাতে নিশ্চিত হয়েছে বড় ব্যবধানের জয়। 

এমন হতাশাজনক পারফর্ম্যান্সের পর আরও একবার সরব হয়েছেন পাকিস্তানের সাবেক তারকা রমিজ রাজা। হারিস রউফ, শাহিন আফ্রিদি আর নাসিম শাহদের গড়া বোলিং লাইনআপকে রীতিমতো ধুয়ে দিয়েছেন একসময়ের এই ওপেনিং ব্যাটার। দলের বোলারদের 'মিডিওকোর' আখ্যা দিতেও ছাড়েননি তিনি।

আরও পড়ুন>> ভারতের কাছে লজ্জার হার নিয়ে যা বললেন শোয়েব

নিজের ইউটিউব চ্যানেল রমিজ বলেন, 'অধিনায়ক বাবরের অনেক সমালোচনা হয় কিন্তু আমার কাছে পাকিস্তানি বোলারদের নেতিবাচক মানসিকতা স্পষ্ট। তারা নিজেরা যদি ফিল্ডিং সেট করতে না পারে, তাদের প্রয়োজনের সময় স্লিপ না রাখে তাহলে বাবরের কি দোষ? বোলারদের মানসিকতা উইকেট শিকারের মতো না। প্রথম ওভারেই ফিল্ডার বাউন্ডারিতে পাঠিয়ে কোহলির মতো ব্যাটারকে সিঙ্গেল দেওয়া! পাকিস্তানকে বোলিং নিয়ে অনেক কাজ করতে হবে।'

পাকিস্তানের ব্যাটাররা ছিলেন পুরোপুরি ব্যর্থ 

পাকিস্তানি ফাস্ট বোলাররা যে পিচে রান দিয়েছেন, একই পিচে দারুণ সুইং দিয়ে পাকিস্তানের ব্যাটারদের অসহায় করে রেখেছিলেন ভারতের বোলাররা। বুমরাহ, সিরাজ, হার্দিকদের লাইন-লেন্থের সামনে রান তুলতে হিমশিম খেয়েছে বাবর আজমরা। একইসাথে চায়নাম্যান বোলার কুলদীপ যাদবের ৫ উইকেট পাকিস্তানকে দিয়েছে লজ্জাজনক হারপ

ভারতীয় বোলারদের তাই কৃতিত্ব দিতে ভুল করেননি রমিজ, 'ভারতের বোলিং দুর্দান্ত ছিল। সুইং সিম মুভমেন্ট বল সঠিক জায়গায় ফেলা সব মিলিয়ে অসাধারণ ছিল। পাকিস্তানের ব্যাটাররা কিভাবে তাদের মোকাবিলা করবে তার কোন ক্লু ছিল না।'

জেএ