গেল ১০ সেপ্টেম্বর সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছিলেন মুশফিকুর রহিম। তবে লম্বা সময়ের জন্য থাকা হচ্ছেনা তার। দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার পর আবারও লঙ্কা  যাচ্ছেন অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার। আগামী ১৫ সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে মাঠে নামবে টাইগাররা। তার আগে অনুশীলনটা অবশ্য ঢাকাতেই করবেন তিনি। ১৪ সেপ্টেম্বর সকালে অনুশীলন শেষে বিকেলে শ্রীলঙ্কার বিমান ধরবেন মুশফিক।

শ্রীলঙ্কা পৌঁছে খেলবেন ভারতের বিপক্ষে ম্যাচেও। আজ মঙ্গলবার কলোম্বোতে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

আরও পড়ুন>> কন্যা সন্তানের বাবা হলেন মুশফিক 

এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘মুশফিক ১৪ তারিখ সকাল বেলা ওইখানে (ঢাকা) অনুশীলন করবে, অনুশীলন করে ওইখান থেকে এখানে চলে আসবে ম্যাচ খেলার জন্য।’

এদিকে সাকিব আল হাসানের ফেরা নিয়ে জালাল বলেন, ‘অধিনায়ক আসতেছে, দুই-তিনদিনের জন্য গেছে। এটুকু সময়ের মধ্যে অধিনায়কের অনুপস্থিতি খুব একটা প্রভাব ফেলছে না। আমার মনে হয় অধিনায়ক এসেই আমাদের সাথে আবার আলাপ আলোচনা করবে। আশা করছি যে সে কালকে (১৩ সেপ্টেম্বর) চলে আসবে।’

ভারতের বিপক্ষে ম্যাচের আগে কাগজে কলমে হলেও টুর্নামেন্টে টিকে আছে বাংলাদেশ। এজন্য অবশ্য বাকি দুই ম্যাচেই লঙ্কানদের জয় কামনা করতে হবে। একইসঙ্গে ভারতকে হারাতে হবে বিশাল রানের ব্যবধানে। সেই কঠিন চ্যালেঞ্জে মুশফিক আর সাকিবের মত সিনিয়রদের কাছ থেকে বাড়তি কিছুই প্রত্যাশা করতে হচ্ছে বাংলাদেশকে 

এসএইচ/জেএ