চলমান এশিয়া কাপে প্রতি ম্যাচেই নাঈম শেখে আস্থা রেখেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তবে কোনো ম্যাচেই দলের চাওয়া অনুযায়ী রান করতে পারেননি টাইগার এই ওপেনার। সবকটি ম্যাচেই থিতু হয়ে পরে দৃষ্টিকটুভাবে উইকেট বিলিয়ে এসেছেন। যার ফলে তাকে নিয়ে সমালোচনাও হচ্ছে অনেক। এদিকে, ইনিংস বড় করতে না পারলেও নাঈম খারাপ খেলোয়াড় হয়ে যায়নি বলে মনে করেন নির্বাচক আব্দুর রাজ্জাক। এত দোষ কেন ধরা হচ্ছে, সেটিও বুঝেন না সাবেক এই ক্রিকেটার। 

কলম্বোতে বিশ্রামে আছে বাংলাদেশ দল। তার ফাঁকেই আজ (সোমবার) সেখানে গণমাধ্যমের মুখোমুখি হন সহকারী নির্বাচক রাজ্জাক। তার কাছে নাঈমের বিষয়ে প্রশ্ন হলে তিনি বলেন, 'কিছু ম্যাচ খারাপ খেলেছে মানেই ও খারাপ খেলোয়াড় না। নাঈমের আগের রেকর্ড ভালো। প্রিমিয়ার লিগে ভালো সময় কাটিয়েছে। এই মূহূর্তে আমরা যেমন আশা করছি হয়তো তেমন করতে পারছে না। তার মানে এই না যে ও খারাপ খেলোয়াড়।'

নাঈমকে নিয়ে যে সমালোচনা হচ্ছে সেটা একটা মাত্রার মধ্যে হলে ভালো বলে দাবি রাজ্জাকের, 'মিডিয়া সমালোচনা করবেই, তাদের কাজই এটা। তবে কেউ যদি জেনেবুঝে করে তাদেরকে আমার কিছু বলার নেই। একটা মাত্রার মধ্যে থেকে সমালোচনা করা ভালো।'

নির্বাচক আব্দুর রাজ্জাক। ছবি সংগৃহীত

নাঈম ভালো না করায় কি দোষ নির্বাচক, বোর্ড সভাপতি বা অধিনায়কের প্রশ্ন রাজ্জাকের, 'ওকে না নেওয়ার মতো কিছু করেনি। ও তো জাতীয় দলে খেলার মতো কাজই করেছে। সেই কারণেই ওকে সিলেক্ট করা হয়েছে। এখানে ক্লিক করতে পারেনি। তো ক্লিক না করতে পারলে হয় নির্বাচকদের দোষ বা বোর্ড সভাপতির দোষ, অথবা অধিনায়কের দোষ, অথবা কোচের দোষ, আমরা কেন এত দোষ খুঁজি বুঝি না। ক্লিক না করলে তো আর কিছু করার নেই। ও নিজেই বুঝবে, ওকে কি করতে হবে না করতে হবে।'

উল্লেখ্য, চলমান এশিয়া কাপের চার ম্যাচের প্রথমটিতে ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ বলে ১৬, আফগানিস্তানের বিপক্ষে লাহোরে ৩২ বলে ২৮, পাকিস্তানের বিপক্ষে ২৫ বলে ২০ এবং শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরে নাঈম করেন ৪৬ বলে ১৬ রান।

এসএইচ/এফআই