আগামী ১৭ সেপ্টেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। বিশ্বকাপের আগে এই সিরিজেও পরীক্ষা-নিরীক্ষা চলবে টাইগার স্কোয়াডে। একইসঙ্গে পেশীর ইনজুরিতে পড়া নাজমুল হোসেন শান্তর সঙ্গে আরও কয়েকজন ক্রিকেটার বিশ্রামে থাকবেন। আলোচনায় রয়েছেন মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানের বিশ্রামের বিষয়টিও!

এদিকে শান্তর জায়গায় জাকির হাসানকে দেখা যেতে পারে আসন্ন সিরিজটিতে। এছাড়া ইনজুরি কাটিয়ে তামিম ইকবালের এই সিরিজ দিয়ে দলে ফেরারও সম্ভাবনা বেশি। বিশ্রাম দেওয়া হতে পারে তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদদেরও। অনেক ক্রিকেটারের বিশ্রামের কারণে সুযোগ মিলতে পারে মাহমুদউল্লাহ রিয়াদ এবং মোসাদ্দেক হোসেনের।

বিসিবি সূত্রে জানা গেছে, গত জুন থেকে এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এশিয়া কাপ থেকে টাইগারদের বিদায় অনেকটা নিশ্চিত হয়ে গেলেও সুপার ফোরের তাদের আরও একটি ম্যাচ রয়েছে। এরপর নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ মিলিয়ে ওয়ানডে বিশ্বকাপের আগে ধকল কমাতেই তারকা ক্রিকেটারদের এই বিশ্রামের পরিকল্পনা।

আরও পড়ুন >> মাহমুদউল্লাহর সুযোগ দেখছেন সাকিবও

এশিয়া কাপ শেষে নিউজিল্যান্ড সিরিজে যে টাইগার ক্রিকেটারদের বড় পরীক্ষা-নিরীক্ষা হবে সেটা গতকাল সংবাদ সম্মেলনেই বলেছিলেন অধিনায়ক সাকিব, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ৩টি ম্যাচ আছে। সেখানে আমরা কিছু জিনিস দেখব। সবারই সুযোগ আছে। এশিয়া কাপে যারা খেলেছে তাদের মধ্যে যারা বিশ্বকাপে কনফার্ম তাদের বিশ্রাম থাকতে হবে বলে আমি মনে করি। প্র্যাকটিস ম্যাচ, ট্রাভেলিং এবং কারও ইনজুরি হলে সমস্যা হবে। তাদের যে রিপ্লেসমেন্ট নেই। সবাই যেন ফিট থাকে তাই এটা খুব জরুরি। এবাদত নেই। আমি আশা করব বাকি চার পেসারই যেন ফিট থাকে।’

এদিকে নিউজিল্যান্ড সিরিজে ক্রিকেটারদের আবারো দেখার প্রসঙ্গে গতকাল কলোম্বোতে ম্যাচ শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলছিলেন, ‘রিয়াদের সামনে সুযোগ আছে নিউজিল্যান্ড সিরিজে দলে ফেরার। অভিজ্ঞতার একটা মূল্য আছে। নিউজিল্যান্ড সিরিজে আমাদের অনেকেই খেলবে না হয়তো, ইনজুরির কারণে। ইনজুরির ভয় আছে প্রচুর। এরপরেই যেহেতু বিশ্বকাপ, আমাদের অনেক খেলোয়াড়কেই আমরা খেলাবো না।’

পেসারদের বিশ্রাম দেওয়ার প্রসঙ্গে পাপন আরও বলেন, ‘বেশিরভাগ পেসারই হয়তো খেলবে না। এমনিতেই এবাদত নেই, আরেকটা পেসার যদি ইনজুরড হয় তাহলে আমাদের হাতে আর অপশন নাই। এছাড়া এমনও আছে যারা খেলবে না। তাই নিউজিল্যান্ড সিরিজে আমাদের বেশ কিছু খেলোয়াড়কে সুযোগ দেওয়ার অপশন থাকবে।’

এসএইচ/এএইচএস