ভারত ম্যাচের আগে পাকিস্তান শিবিরে দুঃসংবাদ
এশিয়া কাপের সুপার ফোরের লড়াই। প্রতিপক্ষ নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। এমন এক ম্যাচের আগে নিজেদের মনোবল নিশ্চিতভাবেই চাঙ্গা রাখতে চাইবে পাকিস্তান। তবে ম্যাচ শুরুর ঘন্টাখানেক আগে একপ্রকার দুঃসংবাদই পেয়েছে বাবর আজমের দল। দুর্দান্ত পারফর্ম করেও যে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা হাতছাড়া করতে হলো তাদের।
অথচ কদিন আগেই ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিল পাকিস্তান। এশিয়া কাপ শুরু করেছিল শীর্ষে থেকেই। তবে তাদের এক নম্বরে থাকা বেশিদিন স্থায়ী হলো না। দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দিয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
বিজ্ঞাপন
এশিয়া কাপের ডামাডোলে চাপা পড়ে গিয়েছে অজিদের দারুণ এক জয়। শনিবার রাতে ব্লুমফন্টেইনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বিশাল ব্যবধানে প্রোটিয়াদের হারায় অজিরা। আগে ব্যাট করে ডেভিড ওয়ার্নার আর মারনাশ লাবুশানের সেঞ্চুরিতে ৩৯২ রান করে তারা। ব্লুমফন্টেইনের মাঠে যা দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। জবাবে ২৬৯ রানে আটকে ১২৩ রানে হারে দক্ষিণ আফ্রিকা।
এই জয়ের পর ১২১ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠে যায় অস্ট্রেলিয়া। ১২০ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান পাকিস্তানের। অবশ্য আশার কথা, ভারতের বিপক্ষে আজ এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচ জিতলেই এক নম্বরে চলে যাবে পাকিস্তান। তিনে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১১৪।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের জন্য অবশ্য অপেক্ষা করছে দুঃসংবাদ। এখনো সাতে আছে টাইগাররা। তবে এশিয়া কাপের শেষ ম্যাচে ভারতের কাছেও হারলে আটে নেমে যাবেন সাকিব আল হাসানরা। বাংলাদেশকে টপকে তখন সাতে উঠে আসবে শ্রীলঙ্কা।
জেএ