কলম্বোর উইকেট স্পিনবান্ধব। ব্যাটারদের জন্য বড় রকমের সুযোগ খুব একটা নেই, সেই চিন্তা থেকেই কিনা একজন ব্যাটার কমিয়ে বাড়তি স্পিনার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে তাতে খুব একটা সুবিধা করতে পারেনি তিনবারের রানারআপরা। বরং আরও একবার প্রশ্নবিদ্ধ ব্যাটিং দিয়েই শেষ হল বাংলাদেশের ম্যাচ।

কিন্তু দলে যোগ্য ব্যাটারের অভাব নেই, লম্বা ব্যাটিং লাইনআপ নিয়েও হারতে হয়েছে। এমন হারের ব্যাখ্যা কি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব আল হাসানের কাছেই জানতে চাওয়া হয়েছিল এর উত্তর। জবাবে টাইগার অধিনায়কের বক্তব্য, বাংলাদেশ নিয়মিত বিরতিতে ভাল করা দল।  

আরও পড়ুন>> ম্যাচ হারের পর সাকিবের কাঠগড়ায় যারা

সাকিব বলেন, 'আমরা কোনো বড় টুর্নামেন্ট বা ইভেন্টে ভালো করিনি। আমাদের এমন কোনো ইতিহাস নেই যে... এই রকম টুর্নামেন্টে আমাদের সাফল্য যেহেতু আসেনি ওইভাবে। আপনি বলতে পারেন আমরা এশিয়া কাপে দুই তিনবার ফাইনাল খেলেছি। যদি জিততাম তাহলে আরও ভালো হতো। তার মানে এটা না যে আমরা ভালো দল না, খারাপ দল। আমরা সব সময়ই একটা প্রমিজিং দল। নিয়মিত বিরতিতে আমরা ভালো করে আসছি। শেষ দুটো সিরিজে আমরা ঘরের মাঠেও হেরে গিয়েছি।'

ওয়ানডে সুপার লিগে তৃতীয় হওয়া দলটিই এখন ধুঁকছে বাজেভাবে। এর ব্যাখ্যা অবশ্য সাকিবের কাছ নেই, 'আমাদের পারফরম্যান্স যদি আমি গত ছয়মাসের চিন্তা করি বিশেষ করে ব্যাটিংয়ের একটু পড়তির দিকে। সেটা ইংল্যান্ড বলেন, আফগানিস্তান বলেন, এশিয়া কাপেও। এটা ধারাবাহিকভাবে একটু নিচের দিকেই যাচ্ছে। আমরা এখন যত তাড়াতারি সম্ভব এগুলো খুঁজে বের করতে পারি কি কি জায়গায় কাজগুলো করলে আমরা ভালো ফলাফল পেতে পারি।'

এসএইচ/জেএ