এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে গতকাল শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ২১ রানে হেরেছে বাংলাদেশ দল। আর এই হারের ফলে ফাইনালের লড়াই থেকে এক প্রকার ছিটকেই গেল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। তবে লঙ্কানদের বিপক্ষে ম্যাচ হারের পর টাইগার টপ অর্ডারকে দুষছেন অধিনায়ক সাকিব আল হাসান।

ম্যাচ হারের পর পুরস্কার বিতরণী মঞ্চে কথা বলতে এসে সাকিব বলেন, ‘আমি শুরুতে ভেবেছিলাম টসটা জিতে ভালোই হলো। আমরা নির্দিষ্ট করে ভালো বোলিং করতে পারিনি। বোলারদের জন্য উইকেটে সাহায্য ছিল, কিন্তু আমরা উইকেট নিতে পারিনি। এরপরও আমরা খুব ভালোভাবে ফিরে এসেছিলাম কিন্তু সাদিরা খুব ভালো খেলেছে। ’

‘আমাদের এই লক্ষ্যটা তাড়া করতে ৮০-১০০ রানের জুটির দরকার ছিল। আমাদের টপ-অর্ডারের চার ব্যাটার যথেষ্ট রান করতে পারেনি আর আমরাও শুরুতে ভালো বল করিনি। আমাদের পেসাররা একটু বেশি রান দিয়েছে কিন্তু তারাই সবগুলো উইকেট নিয়েছে, তাই অভিযোগের জায়গা নেই।’-যোগ করেন সাকিব।

এছাড়া সাকিবের কাঠগড়ায় রয়েছে বোলারদের  শুরুতে উইকেট তুলতে না পারাও। অবশ্য ম্যাচে একাই বাংলাদেশকে টেনে নিয়েছিলেন টপ অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়। টাইগার এই ব্যাটার এদিন খেলেছেন ৮২ রানের অনবদ্য ইনিংস। ডে কারণে হৃদয়ের প্রশংসাও করেছেন সাকিব।

টাইগার অধিনায়ক বলছিলেন, ‘হৃদয় খুবই ভালো ব্যাট করেছে। ও এখানে এলপিএল খেলেছে, এটা ওকে আত্মবিশ্বাস জুগিয়েছে। সে সত্যিই খুব ভালো খেলেছে। যদি আরেকটু লম্বা সময় ব্যাট করতে পারতো...কিন্তু সবসময়ই এমন যদি-কিন্তু থাকবেই। শ্রীলঙ্কা খুব ভালো খেলেছে এজন্যই তারা জিতেছে।’

এসএইচ/এমএসএ