এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ (শনিবার) বাংলাদেশ লড়ছে শ্রীলঙ্কার বিপক্ষে। ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে সাকিব আল হাসানদের জন্য জয়ের কোনো বিকল্প নেই। টাইগারদের কঠিন সমীকরণের এই ম্যাচে সরাসরি উপস্থিত থাকতে ঢাকা থেকে শ্রীলঙ্কায় উড়ে গিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে গ্যালারিতে মনোযোগী পাপনকে দেখা গেছে। অবশ্য এর আগে তিনি দলের সঙ্গে গতকাল (শুক্রবার) সন্ধ্যায় প্রয়োজনীয় আলোচনাও সেরে নিয়েছেন। ওইদিনই ঢাকা থেকে সরাসরি কলম্বো পৌঁছান বিসিবি প্রধান। এরপর সোজা গিয়ে উঠেন টাইগারদের টিম হোটেলে। সেখানে ব্যাটিং বিপর্যয় নিয়ে আগেই কথা বলার কথা জানিয়েছিলেন পাপন।

বিসিবি সভাপতির সঙ্গে খেলা দেখতে দেশটিতে গিয়েছেন আরেক পরিচালক শেখ সোহেল ও বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন। গতকাল টিম হোটেলে তাদের সঙ্গে দেখা যায় ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসকেও।

এদিন আগে ব্যাট করা শ্রীলঙ্কাকে বেশ চাপে রেখেছিলেন টাইগার পেসাররা। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের তিনটি করে শিকার এবং শরীফুল ইসলাম নিয়েছেন দুই উইকেট। ফলে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রানে থামে দাসুন শানাকার দল। ম্যাচটি জিততে বাকি কাজ সারতে হবে টাইগার ব্যাটারদের।

এসএইচ/এএইচএস