পাক-ভারত ম্যাচে রিজার্ভ ডে, অভিশাপ দিলেন ভারতীয় ক্রিকেটার
বৃষ্টির কথা মাথায় রেখে সুপার ফোরে কেবল ভারত-পাকিস্তান ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। এশিয়া কাপের মাঝপথে আচমকা এই বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
একই ভেন্যুতে আরও দুই দল বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ থাকলেও শুধু ভারত-পাকিস্তান নিয়ে কর্তৃপক্ষের এমন হঠকারী সিদ্ধান্তে পক্ষপাতমূলক আচরণে প্রায় সবাই অসন্তুষ্ট। এবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন খোদ ভারতের সাবেক ক্রিকেটার বেঙ্কটেশ প্রাসাদ। তিনি চান, রিজার্ভ ডের খেলাও বৃষ্টিতে ভেস্তে যাক, যাতে আয়োজকদের এই অন্যায্য সিদ্ধান্তের কোনো দাম না থাকে।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রসাদ এক বার্তায় বলেন, যদি এই সিদ্ধান্ত হয়ে থাকে তা হবে চূড়ান্ত লজ্জাজনক। আয়োজকরা প্রতিযোগিতা নিয়ে ছেলেখেলা করছেন। এক প্রতিযোগিতায় কোনোভাবেই দুটি দলের জন্য আলাদা নিয়ম হতে পারে না। যদি সঠিক বিচারের কথা বলেন, তাহলে আমি চাইব প্রথম দিন এবং রিজার্ভ ডে দুদিনই যেন বৃষ্টিতে ভেস্তে যায়। দ্বিতীয় দিন যেন আরও বেশি বৃষ্টি হয়। এই নোংরা পরিকল্পনা যাতে কোনো ভাবে সফল না হয় সেটাই চাই।
এর আগে এমন সিদ্ধান্তের সমালোচনা করে বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘আমি নিশ্চিত প্রতিটি দেশ থেকে প্রতিনিধি নিয়ে তৈরি করা একটি টেকনিক্যাল কমিটি আছে। ছয়টি দেশেরই লোক আছে ওখানে। তারা নিশ্চয়ই কোনো কারণে সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, এটা আদর্শ কিছু নয়। আমরাও একটা অতিরিক্ত দিন পেলে খুশি হতাম। এর বাইরে আমার খুব বেশি কিছু বলার নেই, কারণ তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।’
ভারত-পাকিস্তান ম্যাচের জন্য রিজার্ভ ডে নিয়ে বিস্মিত শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউডও। বলেন, ‘অবাক করা ব্যাপার। প্রথমবার শুনেই চমকে গিয়েছিলাম। আমরা তো প্রতিযোগিতার আয়োজক নই। তাই এ ব্যাপারে আমাদের কিছু করার নেই।’
এফআই