আগেই বলা হয়েছিল চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার ড্রাফট সম্পন্ন করা হবে। তবে তার আগেই তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই ধারাবাহিকতায় ফরচুন বরিশালের হয়ে নাম লেখালেন পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার। আগেই দলটির হয়ে খেলার কথা জানিয়েছিলেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল। এবার তার দলে যুক্ত হচ্ছেন পাকিস্তানি তারকা শোয়েব মালিক এবং মোহাম্মদ আমির।

তেমনটা হলে আসন্ন ২০২৪ বিপিএলে তামিম ইকবালের সঙ্গে মালিক-আমিরের খেলতে দেখা যাবে। আজ (শুক্রবার) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল ফ্র্যাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমান।

এর আগে তামিমকে বরিশালের নেতৃত্বভারও দিয়েছে বরিশালের ফ্যাঞ্চাইজিটি। আগের আসরে দেশসেরা এই টাইগার ওপেনার খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন। তবে বরিশালের হয়ে আগেও খেলতে দেখা গেছে তামিমকে।

আরও পড়ুন >> পাকিস্তান-আফগানিস্তানের ২ তারকাকে দলে ভেড়ালো চট্টগ্রাম

বিপিএলে সর্বশেষ দুই মৌসুমে ফরচুন বরিশালের আইকন এবং অধিনায়ক হিসেবে খেলেছেন সাকিব আল হাসান। তার নেতৃত্বে ২০২২ বিপিএলের ফাইনালেও খেলেছিল দলটি। যদিও শেষ পর্যন্ত তারা শিরোপা জিততে পারেনি। এছাড়া সবশেষ ২০২৩ মৌসুমে প্লে-অফেও জায়গা করে নিয়েছিল বরিশাল।

কয়েকদিন আগেই সাকিব যোগ দিয়েছেন রংপুর রাইডার্সের ডেরায়। আগামী ৬ ফেব্রুয়ারি পরবর্তী বিপিএল আসর মাঠে গড়ানোর কথা ছিল। তবে জাতীয় নির্বাচনের কারণে পিছিয়ে যেতে পারে আসরটি।

এসএইচ/এএইচএস