ম্যাচ হারের কারণ জানালেন পোথাস
এশিয়া কাপে সুপার ফোরের যাত্রাটা মোটেই ভাল হয়নি বাংলাদেশের জন্য। পাকিস্তানের সঙ্গে ম্যাচটা শেষ হয়েছে বাজে রকমের হার দিয়ে। আগে ব্যাট করতে নেমে দুইশ রানের কোটাও পার করতে পারেনি সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি। দুই সিনিয়র ক্রিকেটার সাকিব এবং মুশফিকুর রহিম বাদে মোটাদাগে ব্যর্থ হয়েছেন সকলেই।
টাইগারদের সহকারী কোচ নিক পোথাস ম্যাচ শেষে মুখোমুখি হন গণমাধ্যমের। তখনই তিনি জানান, দলের হারের কারণ নিয়ে, ‘আমাদের বোলিং আক্রমণ দুর্দান্ত পারফর্ম করছে। আমাদের এখন এমন রান জড়ো করতে হবে যেটা বোলাররা ডিফেন্ড করতে পারবে। এটা করতে পারলে ব্যাপারটা দারুণ হবে। গত কয়েক বছরের স্পিন ও পেসের রেকর্ড কিন্তু বাংলাদেশের পক্ষে কথা বলছে।’
বিজ্ঞাপন
আরও পড়ুন: ম্যাচ হেরে যা বলছেন সাকিব
দলের ব্যাটিং লাইনআপ ব্যর্থ হয়েছে, সে নিয়েও কথা বলেছেন টাইগার সহকারী কোচ, ‘ব্যাটিংয়ে আজ ডিসিশন মেকিংয়ে সমস্যা ছিল। আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি যেটা এই কন্ডিশনে প্রয়োজন ছিল। তবে দল যখন ট্রানজিশনের মধ্যে থাকে, এমনটা হতে পারে।’
রানের ঘাটতির ব্যাপারে পোথাস জানান, ‘টস জিতে ব্যাট করতে নামলে অবশ্যই আপনি ভালো একটা স্কোর জড়ো করতে চাইবেন। আমাদের ইনিংসকে আরও গভীরে নিয়ে যেতে হতো, আরও রান করতে হতো।'
এসএইচ/জেএ