এশিয়া কাপের সুবাদে দীর্ঘদিন পর পাকিস্তান সফরে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুই কর্মকর্তা। যার কারণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন নিয়ে অন্তত আলোচনায় অগ্রগতি হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। এর আগে ‘জিন্নাহ-গান্ধী’ সিরিজ আয়োজনে আগ্রহের কথা জানিয়েছিলেন পিসিবি সভাপতি জাকা আশরাফ। বিসিসিআই সভাপতি রজার বিন্নি এবার সে বিষয়ে মুখ খুলেছেন।

পিসিবির আমন্ত্রণে সম্প্রতি বিসিসিআই সভাপতি ও সহ-সভাপতি রাজীব শুকলা পাকিস্তানে সফর করেছেন। ১৭ বছর পর তাদের সেই সফর শেষ হয়েছে। এরপর পাকিস্তানের আতিথেয়তায় মুগ্ধ হওয়ার কথা জানিয়েছেন ভারতীয় বোর্ড সভাপতি বিন্নি। দেশে ফিরে তিনি বলেছেন, ‘পাকিস্তানে খুব ভাল বৈঠক হয়েছে। ওদের আতিথেয়তায় আমরা মুগ্ধ। খুব ভাল দেখাশোনা করেছে। আমাদের মূল কাজ ছিল ক্রিকেট ম্যাচ দেখা এবং ওদের কর্তাদের সঙ্গে বসে কিছু আলোচনা করা। সবটাই ভাল হয়েছে। নিজেদের ক্ষমতার বাইরে গিয়ে আমাদের দেখাশোনা করেছে।’

ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে তুমুল উন্মাদনা দেখা দিলেও তাদের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে অনেক বছর। সেজন্য এমন লড়াই দেখতে ক্রিকেটভক্তদের বড় টুর্নামেন্টের জন্য অপেক্ষা করতে হয়। এর আগে পাকিস্তান সর্বশেষ ভারতে গিয়েছিল ২০১২ সালে। তারপর থেকে কূটনৈতিক কারণে দু’দেশের সিরিজ বন্ধ। রোহিত শর্মার দল সর্বশেষ ২০০৮ সালে পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়েছিল। কিন্তু দু’দেশের মধ্যে আবার কোনো সিরিজের সম্ভাবনা আপাতত নেই।

আরও পড়ুন >> ভারত কি পাকিস্তানের কাছে হারের ভয় পাচ্ছে?

দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে প্রশ্ন করাতে বিন্নি বলেছেন, ‘বোর্ড এ ব্যাপারে কিছু বলতে পারে না। এটা সরকারের ব্যাপার। ওরাই সিদ্ধান্ত নেবে। আমরা অপেক্ষা করে দেখি। আশা করি এটা হবে। কারণ বিশ্বকাপে খেলতে ভারতে আসছে পাকিস্তান।’

পাকিস্তানের আতিথেয়তা নিয়ে মুগ্ধ সহ-সভাপতি শুকলাও, ‘খুব ভাল বৈঠক হয়েছে। অনেক আন্তরিকতা দেখিয়েছে তারা। নিরাপত্তা খুবই ভাল ছিল। যা করেছে তাতে আমরা মুগ্ধ। আমাদের কাছে এটা সৌহার্দ্যের সফর ছিল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ। তিনি বিসিসিআইয়েরও সচিব। এসিসির সব সদস্যের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। সেজন্য আমরা শ্রীলঙ্কাতেও গিয়েছিলাম।’

এর আগে পিসিবি প্রধান জাকা আশরাফ বলেছিলেন, বিশ্বের দুটি সমৃদ্ধশালী ক্রিকেট বোর্ডের আয়োজনে অ্যাশেজের মতো সিরিজ আয়োজন করা যেতে পারে। এই ধরনের সিরিজ শুধুমাত্র তাদের ক্রিকেটীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে না বরং ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ক্রীড়া কূটনীতির সম্ভাবনাকেও নির্দেশ করবে। যা দেশ দুটির সাবেক দুই প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী জিন্নাহ ও মহাত্মা গান্ধী’র নামে আয়োজনের প্রস্তাব দেন আশরাফ।

এএইচএস