বাংলা ও হিন্দীতে দেশটির নাম ‘ভারত’ বলা হলেও, ইংরেজিতে সেটি ‘ইন্ডিয়া’। তবে আনুষ্ঠানিকভাবে নতুন করে দেশটির নাম ‘ভারত’ (Bharat) করার দাবি উঠেছে। একই কারণে ‘টিম ইন্ডিয়া’ নামের পরিবর্তে ‘টিম ভারত’ করারও দাবি তুলেছেন দেশটির সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ। বিশ্বকাপের আগেই তিনি এই নাম পরিবর্তনের দাবি জানান।

আগামী ৫ অক্টোবর ভারতের আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। ওই ভেন্যুতেই ১৪ অক্টোবর মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান, যা বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচের একটি। ভারতের ৯টি ভেন্যুতে এবার অনুষ্ঠিত হবে ৪৮টি ম্যাচ। সেখানে বাংলাদেশসহ ১০টি দল অংশ নেবে।

একটি টুইট বার্তায় শেবাগ লিখেছেন, ‘আমি সবসময় একটা কথাই মনে করি যে ভারতীয় ক্রিকেট দলের নাম এমন হওয়া উচিত যা আমাদের হৃদয়কে গর্বিত করে। আমরা ভারতীয় এবং ইন্ডিয়া নামটা ইংরেজরা দিয়েছিল। সেকারণে এই টিম ইন্ডিয়া নামটা এখনই বদলে ফেলা উচিত।’

আরও পড়ুন >> ‘গোল্ডেন টিকিট’ দিচ্ছে বিসিসিআই, কারা পাবেন-কী সুবিধা?

একই টুইটে শেবাগ বিসিসিআই সচিব জয় শাহকে ট্যাগ করে দাবি করেছেন, আসন্ন একদিনের ক্রিকেট বিশ্বকাপে রোহিত ব্রিগেডের বুকের উপর ‘ভারত’ নামটা যেন লেখা থাকে।

মঙ্গলবার সকাল থেকেই একটি খবর সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে বলা হচ্ছে, দেশের আনুষ্ঠানিক নাম বদলে খুব শীঘ্রই ভারত করে দেওয়া হবে। এই খবরের প্রেক্ষাপটেই শেবাগ এই টুইট করেছেন। এমনকি, ইংরেজিতেও দেশের নাম ভারতই লেখা হবে। নেপালের বিপক্ষে ম্যাচের সময়ও ইন্ডিয়া বনাম নেপালের পরিবর্তে ভারত বনাম নেপাল হ্যাশট্যাগ ব্যবহার করেছিলেন সাবেক এই ডানহাতি ওপেনার।

আরও পড়ুন >> ভারতের বিশ্বকাপ দল ঘোষণা

এর আগে আরও কয়েকটি দেশের নাম পরিবর্তনের উদাহরণও টেনেছেন শেবাগ, ‘১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বকাপে নেদারল্যান্ডস দল হল্যান্ড নামেই খেলতে এসেছিল। পরবর্তীতে ২০০৩ সালে তারা নেদারল্যান্ডস নামে খেলে। আজও তাদের সেই নামেই ডাকা হয়। বার্মাও নিজেদের নাম বদল করে মিয়ানমার রেখেছে। বিশ্বে এমন বহু দেশ রয়েছে যারা নিজেদের আসল নামটাই শেষপর্যন্ত বেছে নিয়েছে।’

এএইচএস