শান্তকে নিয়ে আবেগঘন বার্তা মিরাজের
অনুর্ধ্ব-১৯ দলে এক সঙ্গে খেলছেন। বয়ভিত্তিক দল পেরিয়ে এখন জাতীয় দলেও সতীর্থ হিসেবে নাজমুল হোসেন শান্তকে পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। মাঠের বাইরে তাদের রসায়নটা বেশ পুরোনো, এবার সেটার প্রতিফলন ঘটেছে মাঠের ক্রিকেটেও।
আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে এই দুই বন্ধুর জুটিতেই বড় সংগ্রহের ভীত পেয়েছিল বাংলাদেশ। কিন্তু ক্রিকেট ভক্তদের জন্য খারাপ খবর-এশিয়া কাপের বাকি অংশে খেলতে পারছেন না শান্ত। এই টপ অর্ডার ব্যাটার ছিটকে যাওয়ায় আবেগঘন বার্তা দিয়েছেন মিরাজ।
বিজ্ঞাপন
From teenage to national team! Sharing the field with my buddy Shanto has been an incredible journey. Here's to many...
Posted by Mehidy Hasan Miraz on Tuesday, September 5, 2023
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসুবকে এক পোস্টে মিরাজ লেখেন, 'কিশোর বয়স থেকে জাতীয় দলে! আমার বন্ধু শান্তর সাথে মাঠ ভাগাভাগি করা একটি অবিশ্বাস্য যাত্রা। এখানে আরও অনেক স্মরণীয় মুহূর্তসহ আরও অনেক কিছু আসতে বাকি, ইন শা আল্লাহ! শীঘ্রই সুস্থ হয়ে উঠ এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আই, ভাই।'
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছিলেন শান্ত। তবে সেই ম্যাচে হালকা চোট নিয়েই ব্যাটিং করেছিলেন। পরের দিন এমআরআই করানো হয়। তাতে ফলাফল খুব একটা খারাপ না আসলেও, এই ব্যাটারকে নিয়ে ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট।
সপ্তাহ খানেকের মধ্যেই আবারও অনুশীলনে ফিরবেন শান্ত, বলে ধারণা করা হচ্ছে। সবঠিক থাকলে দেশে ফিরে একাই অনুশীলন চালিয়ে যাবেন তিনি, 'শীঘ্রই দেশে ফিরে বিশ্বকাপের জন্য প্রস্তুত হবো, ইনশাআল্লাহ। সবাইকে সমর্থনের জন্য ধন্যবাদ।'
এসএইচ/এইচজেএস