এশিয়া কাপ থেকে ছিটকে গিয়ে যা বললেন শান্ত
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে সেই ম্যাচে চোট নিয়েই ব্যাটিং করেছিলেন। পরের দিন এমআরআই করানো হয়। তাতে দেখা গেছে চোট কিছুটা গুরুত্বর। ফলে পুরো আসর থেকেই ছিটকে গেলেন তিনি। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দল থেকে ছিটকে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন শান্ত। সেখানে তিনি বলেন, 'এশিয়া কাপ ২০২৩ এ আমার যাত্রা এখানেই শেষ। আমি পেশীর ব্যথায় ভুগছি এবং এই টুর্নামেন্টে আর খেলব না। প্রতিযোগিতার বাকি ম্যাচগুলোর জন্য আমার বাংলাদেশ দলের জন্য শুভ কামনা। শীঘ্রই দেশে ফিরে বিশ্বকাপের প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। সবাইকে সমর্থনের জন্য ধন্যবাদ।'
বিজ্ঞাপন
My journey in the Asia Cup 2023 ends here. I am suffering from a muscle tear and will not further play in the...
Posted by Nazmul Hossain Shanto on Tuesday, September 5, 2023
আরও পড়ুন: দুই বন্ধুর লাহোর জয়
এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও দলের বাকিদের ব্যর্থতার ভিড়ে একাই লড়েছিলেন টাইগার এই ব্যাটার। করেছিলেন ৮৯ রান। আর সবশেষ আফগানদের বিপক্ষে করেছেন ১০৫ বলে ১০৪ রান। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি। টুর্নামেন্টের বাকি অংশে তার অনুপস্থিতি নিশ্চিতভাবেই ভুগাবে দলকে।
আরও পড়ুন: সুপার ফোরে প্রথম ম্যাচে যে প্রতিপক্ষ পেল বাংলাদেশ
তবে বিশ্বকাপের আগেই ফিট হয়ে আবারও মাঠে ফিরবেন শান্ত। তাই ভারত বিশ্বকাপে তার খেলা নিয়ে কোনো শঙ্কা নেই। জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান জানান, ‘ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিং ব্যথার কথা জানিয়েছিল সে (শান্ত) এবং পরে ফিল্ডিং করতে পারেননি। বিষয়টি নিশ্চিত হতে এমআরআই স্ক্যান করা হয়েছিল। সতর্কতা হিসেবে, শান্ত টুর্নামেন্টে আর অংশ নেবে না। পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে এবং বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে দেশে ফিরে আসবে।’
এসএইচ/এইচজেএস