ক্যাচে এক দিনের ক্রিকেটে নতুন কীর্তি গড়লেন কোহলি
চলমান এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে ম্যাচে নতুন মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি। নেপালের ইনিংসের ৩০তম ওভারে সিরাজের বলে নেপালের আসিফ শেখের ক্যাচ ধরে নতুন নজির গড়েছেন ভারতের সাবেক অধিনায়ক।
ম্যাচের ওই সময়ে শর্ট কভারে ফিল্ডিং করছিলেন কোহলি। সেখানেই আসে আসিফের ক্যাচ। এক হাতে ক্যাচ ধরেন তিনি। আসিফের দেওয়া ক্যাচ এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির ১৪৩তম ক্যাচ। এর মাধ্যমে এক দিনের ক্রিকেটে ক্যাচের সংখ্যায় নিউজিল্যান্ডের রস টেলরকে টপকে গেলেন তিনি। চলে এলেন এই তালিকার চতুর্থ স্থানে।
বিজ্ঞাপন
এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ ধরার নজির রয়েছে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের। তিনি মোট ২১৮টি ক্যাচ ধরেছিলেন। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। এক দিনের ক্রিকেটের ১৬০টি ক্যাচ রয়েছে তার ঝুলিতে। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। তিনি এক দিনের আন্তর্জাতিকে ১৫৬টি ক্যাচ নিয়েছিলেন।
ক্যাচে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ আজহারউদ্দিন রয়েছেন শীর্ষে। কোহলি রয়েছেন দ্বিতীয় স্থানে। ভারতীয়দের মধ্যে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন শচিন তেন্ডুলকার। তার ক্যাচের সংখ্যা ১৪০টি।
জেডএস