সিনিয়র পর্যায়ে নিজের ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় লোয়ার মিডল অর্ডারে ব্যাট করেছেন মেহেদী হাসান মিরাজ। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবেই এখন প্রতিষ্ঠিত তিনি। তবে এর মাঝেও দলের প্রয়োজনে দুবার এসেছেন ওপেনিং পজিশনে। দুবারেই নিজের সামর্থ্যের জানান দিয়েছেন। আর গতকাল রোববারের ম্যাচে তো ম্যাচজয়ী সেঞ্চুরিই করে ফেললেন তিনি।  

ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন মিরাজ। সংবাদ সম্মেলনেও উঠে এলো মিরাজের ব্যাটিং প্রসঙ্গ। এ সময় তার সরল উত্তর, 'আমি নির্দিষ্ট কোনো বোলারকে নিয়ে চিন্তিত নই। আমি শুধু ভালো খেলতে চাই।'

আরও পড়ুন: সুপার ফোরে বাংলাদেশ 

ওপেনিং খেলা প্রসঙ্গে মিরাজ যোগ করেন, 'এটা আমার জন্য দারুণ একটি সুযোগ। পরের ম্যাচেও যদি সুযোগ হয় এবং আমি যদি সেখানে ভালো করতে পারি তাহলে টপ অর্ডারে সব সময় খেলার সুযোগ পাবো। সব সময় হয়তো ওপেনিংয়ে খেলব না। তবে টপ অর্ডারে সুযোগ পাবো। টিম ম্যানেজমেন্ট যদি আমাকে টপ অর্ডারে সুযোগ দেয় তাহলে এটা আমার জন্য ভালো হবে।'

মিরাজ অবশ্য জানালেন যেকোনো বোলারের জন্যই তৈরি তিনি, 'আসলে আমি সবসময় যেকোনো বোলারের জন্যই তৈরি থাকি। এটা আমার জন্য নতুন একটা যাত্রা। যদি টিম ম্যানেজমেন্ট আমাকে আবারও সুযোগ দেয় তাহলে মিডলে খেলতে চাই পরবর্তী ম্যাচগুলোতে।'

মিরাজের এমন সেঞ্চুরিতে উচ্ছ্বসিত দলের অধিনায়ক সাকিব আল হাসান নিজেও। ম্যাচ জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আগেও মিরাজ যখনই টপ-অর্ডারে সুযোগ পেয়েছে, নিজেকে প্রমাণ করেছে। আমরা সবসময়ই জানি ওর সামর্থ্য আছে, আফগানিস্তানের বিপক্ষে ওর ভালো রেকর্ড আছে। আমরা ভাবলাম কেন ওকে চেষ্টা করে দেখবো না ভালো উইকেটে। সৌভাগ্যবশত সেটি কাজে এসেছে।’

এসএইচ/জেএ