মুজিব-উর রহমানকে ক্রিকেট দুনিয়া বোলার হিসেবেই বেশি চেনে। আফগানিস্তানের বোলিং লাইনআপের সবচেয়ে ভয়ঙ্কর বোলারও বলা চলে তাকে। নতুন-পুরাতন যেকোন অবস্থাতেই বল হাতে দারুণ কার্যকর তিনি। এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে হারের ম্যাচেও ছিলেন ছন্দে। মোহাম্মদ নবীর পর আফগানদের সবচেয়ে ইকোনমিক্যাল বোলার ছিলেন মুজিবই।

তবে ব্যাট হাতেও ইদানিং কিছুটা ঝলক দেখাচ্ছেন মুজিব। দশ নম্বর ব্যাটার হিসেবে বেশ কিছু বড় শটও দেখা গিয়েছে তার হাত থেকে। ব্যাট হাতে অদ্ভুত এক রেকর্ডের মালিকও হয়েছেন তিনি। ক্রিকেট ইতিহাসের একমাত্র ব্যাটার হিসেবে পরপর দুই ইনিংসে হিট উইকেটের শিকার হয়েছেন এই আফগান স্পিনার। 

গতকাল বাংলাদেশের তাসকিন আহমেদের করা ৪৫তম ওভারের প্রথম বলে দারুণ এক ছয় হাঁকিয়েছিলেন মুজিব। তবে, পরক্ষণেই দেখা যায় পেছনে থাকা উইকেটের বেল ফেলে দিয়েছেন তিনি। তাসকিনের ফুললেন্থের বল সামাল দিতে অনেকটা পিছিয়ে আসেন মুজিব। আর তাতেই ঘটেছে বিপত্তি।  

এর আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচেও হিট উইকেটের শিকার হয়েছেন ২২ বছর বয়েসী এই ক্রিকেটার। আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুততম ফিফটি করেছিলেন সেদিন। তবে ইনিংসটা লম্বা করা যায়নি বেরসিক ওই আউটের জন্য। শাহীন আফ্রিদির করা বলে সেবার উইকেট উপহার দেন মুজিব। 

এদিকে গতকালের ম্যাচের পর গ্রুপের শেষ ম্যাচে জয় ব্যতীত ভিন্ন কিছু ভাবতে চাইছে না আফগানিস্তান। তবে তাদের কেবল জয় পেলেই হচ্ছে না, বরং দেখাতে হবে অস্বাভাবিক কিছু। ৮৯ রানের হারের পর আফগানদের সামনের পথটা বেশ কঠিন। 

বাংলাদেশকে ছিটকে দিতে হলে পরের ম্যাচ শেষে আফগানিস্তানের রানরেট হতে হবে +০.৩৭৪। তাদের নেট রান রেট এখন -১.৭৮০। তার মানে পরের ম্যাচে নেট রান রেট নিয়ে যেতে হবে ১.৭৮০+.৩৭৪= ২.১৫৪। লঙ্কানদের বিপক্ষে এমন বড় ব্যবধানের জয় পাওয়া বেশ মুশকিলই বটে। 

জেএ