দারুণ এক জয় দিয়ে এশিয়া কাপের গ্রুপপর্ব শেষ করল বাংলাদেশ। আগের ম্যাচের ব্যর্থতার পর টুর্নামেন্টে টিকে থাকতে হলে দারুণ কিছুর দরকার ছিল। আর ঠিক সেই কাজটিই করেছে বাংলাদেশ। ৮৯ রানের দারুণ এক জয়ে নিশ্চিত করেছে সুপার ফোরের টিকিট। এই ম্যাচের পর ২০১৮ সালের পর আবার গ্রুপ পর্বের বাধা পেরোচ্ছে বাংলাদেশ। 

রোববারের জয়ের ম্যাচে দারুণ খেলেছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটে বলে ছিলেন অনন্য। ম্যাচ সেরার পুরস্কারও জুটেছে তার কাছেই। পুরস্কার গ্রহণের সময় মিরাজ বলছিলেন, 'সত্যিই খুশি। টিম ম্যানেজমেন্ট আমার প্রতি বিশ্বাস রেখেছিল, আমিও ভালো খেলেছি। এটা ভালো উইকেট ছিল, বল সহজে ব্যাটে আসছিল।'

ম্যাচে শান্তর সঙ্গে ১৯৪ রানের জুটি নিয়ে মিরাজ বলেন, 'আমার এবং শান্তর মধ্যে দারুণ একটা জুটি হয়েছে। পরপর দুই ম্যাচে সে দারুণ ক্রিকেট খেলেছে। আমরা ভালো মতো স্ট্রাইক রোটেড করতে পেরেছি। কন্ডিশন খুব বেশি গরম হলে পায়ে একটু টান লাগে, যেমনটা আমার আজ হয়েছে।'

আরও পড়ুন: গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে শান্ত-মিরাজ

এদিন মিরাজকে নিয়ে অবশ্য কিছুটা সাহসী সিদ্ধান্তই নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। লোয়ার মিডল অর্ডারে অভ্যস্ত মিরাজ খেলেছেন মেক শিফট ওপেনার হয়ে। অধিনায়ক সাকিব আল হাসানও খুশি মিরাজের এমন পারফর্ম্যান্সে, 'আগেও মিরাজ যখনই টপ-অর্ডারে সুযোগ পেয়েছে, নিজেকে প্রমাণ করেছে। আমরা সবসময়ই জানি ওর সামর্থ্য আছে, আফগানিস্তানের বিপক্ষে ওর ভালো রেকর্ড আছে। আমরা ভাবলাম কেন ওকে চেষ্টা করে দেখবো না ভালো উইকেটে। সৌভাগ্যবশত সেটি কাজে এসেছে।'

এর আগে মিরাজের প্রশংসা করে প্রথম ইনিংস শেষে শান্ত বলছিলেন, 'মিরাজ তার সামর্থ্য দেখিয়েছে এবং সত্যিই ভালো ব্যাটিং করেছে সে। পিচ ব্যাটিংয়ের জন্য উপযোগী, কিন্তু আমাদের ভালো বোলিং আক্রমণ আছে, আমরা যদি আমাদের শক্তিমত্তা অনুযায়ী বল করি তাহলে আমি মনে করি আমরা এই ম্যাচ জিততে পারব।'

এসএইচ/জেএ