আফগান বোলারদের বিপক্ষে ব্যাটকে রীতিমতো তলোয়ার বানিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এশিয়া কাপের বাঁচা-মরার লড়াইয়ের দিনে এই অলরাউন্ডার ১১৯ বলে ৭ চার ৩ ছক্কায় করেন ১১২ রান। রানের সংখ্যা আরও বাড়তে পারতো। তবে শেষ অবধি আঙুলের চোটে মাঠের বাইরে যান মিরাজ। 

মিরাজের এমন দাপুটে ব্যাটিং নিয়ে কথা বলেছেন দিনের আরেক সেঞ্চুরিয়ার শান্ত। প্রথম ইনিংস শেষে ব্রডকাস্টিং দেওয়া সাক্ষাতকারে এই ব্যাটার বলেন, 'মিরাজ তার সামর্থ্য দেখিয়েছে এবং সত্যিই ভালো ব্যাটিং করেছে সে।’ 

আরও পড়ুন: যে ব্যবধানে জিতলে সুপার ফোর নিশ্চিত বাংলাদেশের 

শান্ত নিজেও এদিন দারুণ খেলেছেন। মিরাজের সঙ্গে গড়েছেন ১৯৪ রানের দারুণ এক জুটি। তবে সুপার ফোরে যেতে দরকার দারুণ বোলিং। সে ব্যাপারেও অবশ্য আশাবাদী বাংলাদেশের এই ব্যাটার, ‘পিচ ব্যাটিংয়ের জন্য উপযোগী, কিন্তু আমাদের ভালো বোলিং আক্রমণ আছে, আমরা যদি আমাদের শক্তিমত্তা অনুযায়ী বল করি তাহলে আমি মনে করি আমরা এই ম্যাচ জিততে পারব।'

এদিকে একই দিনে শতক করেছেন শান্ত। আর এই শতক উৎসর্গ করেছেন নিজের সদ্য ভূমিষ্ঠ সন্তানকে, 'এই শতক আমি আমার ছেলেকে উৎসর্গ করছি। পরপর দুটি উইকেট হারিয়েও আমরা চিন্তিত ছিলাম না। আমরা পরিস্থিতি এবং বলের যোগ্যতা অনুযায়ী খেলেছি।' 

এদিকে নিজের পারফর্ম কথা আসলে বিপিএলকে টেনে এনেছেন শান্ত, '(বিপিএল) এটা একটা ভালো টুর্নামেন্ট, এটা একটা চ্যালেঞ্জিং টুর্নামেন্ট, এবং সেটা আমাকে অনেক সাহায্য করেছে। এটি আমাদের আন্তর্জাতিক ক্রিকেট খেলতে সাহায্য করে কারণ অনেক বিদেশী খেলোয়াড় এর একটি অংশ।'

এসএইচ/জেএ