সামাজিক যোগাযোগমাধ্যমে লম্বা একটা সময় ধরেই নিন্দার পাত্র ছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে দিনে দিনে নিজেকে আরও পোক্ত করেছেন। বাংলাদেশের টপ অর্ডারে নির্ভরতার প্রতীক তিনিই। আগের ম্যাচেও বাকি সবার ব্যর্থতার মাঝে উজ্জ্বল ছিলেন তিনি। সেবার থেমেছেন ৮৯ রানে। 

তবে সেই আক্ষেপ মিটিয়ে আজ সেঞ্চুরিই করলেন শান্ত। আফগানিস্তানের বিপক্ষে লাহোরে খেললেন নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস। ব্যাট হাতে মিরাজের শতকের পরেই শান্তও পেয়েছেন তিন অঙ্কের দেখা। ১০১ বলে এসেছে তার দুর্দান্ত সেঞ্চুরি। 

তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে মিরাজের জুটি গড়েছে রেকর্ডও। তৃতীয় উইকেটে আফগানদের বিপক্ষে এটি দ্বিতীয় সর্বোচ্চ জুটি। মিরাজ নিজেও পেয়েছেন ব্যক্তিগত মাইলফলকের দেখা। নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ ১১২ রানে অপরাজিত আছেন তিনি। তবে, আঙুলের চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। মিরাজের সঙ্গে শান্তর জুটি থেমেছে ১৯৪ রানে। বাংলাদেশের হয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ জুটি এটি। 

শান্ত এদিন নিজের চেনা পজিশন ছেড়ে নেমেছেন চার নাম্বারে। দলের স্কোর তখন ৬৩ রানে দুই উইকেট। তিন রানের ব্যবধানে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপের মুখেই ছিল টাইগাররা। তবে মিরাজকে সঙ্গে নিয়ে প্রাথমিক সেই ধাক্কার সামাল দিয়েছেন তিনি। বলের সঙ্গে তাল মিলিয়ে রান করেছেন। দলকেও নিয়ে গিয়েছেন শক্ত এক অবস্থানে। এই দুজনের সেঞ্চুরিতে এখন পর্যন্ত ম্যাচের লাগাম নিজেদের কাছেই রেখেছে টাইগাররা।  

জেএ