৮৯ রানের জয়ে সুপার ফোরে বাংলাদেশ
বাংলাদেশ- ৩৩৪/৫ (৫০.০ ওভার)
বিজ্ঞাপন
আফগানিস্তান- ২৪৫/১০ (৪৪.৩ ওভার)
হারলেই টুর্নামেন্ট শেষ। এর থেকে চাপের বাক্য বোধহয় একটা দলের জন্য আর হতে পারে না। এমন সমীকরণ মাথায় নিয়েই আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে মেহেদি হাসান মিরাজ-নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে সেই চাপ সামলে রানের পাহাড় গড়েছে টাইগাররা। ৩৩৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ২৪৫ রানে অলআউট হয়েছে আফগানিস্তান।
পাওয়ার প্লের শেষ বলে নাঈম সাজঘরে ফেরার পর উইকেটে আসেন তৌহিদ হৃদয়। ক্যারিয়ারে প্রথমবার তিনে খেলতে নেমে পুরোপুরি ব্যর্থ হলেন হৃদয়। ১১তম ওভারে গুলবদিন নাঈবের তৃতীয় বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়েছেন তিনি। দুই বল খেললেও রানের খাতা খুলতে পারেননি আগের ম্যাচে ডাক খাওয়া হৃদয়।
এইচজেএস