দীর্ঘদিনের ইনজুরি এশিয়া কাপ থেকে ছিটকে দিয়েছে বাংলাদেশের ওপেনার তামিম ইকবালকে। অন্যদিকে শারীরিক অসুস্থতার কারণে টুর্নামেন্টের একেবারে আগমুহূর্তেই লিটন দাসকেও হারায় টাইগাররা। দুই তারকা ওপেনার না থাকায় সাকিব আল হাসানের দল বেশ বিপদেই আছে। তাদের পরিবর্তে খেলা নাঈম শেখ এবং তানজিদ হাসান তামিম এশিয়া কাপের প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছেন। জুনিয়র তামিম যদিও প্রথম খেলেছেন, অন্যদিকে নাঈম শেখের ওয়ানডে পরিসংখ্যান তেমন সুখকর নয়।

পরবর্তীতে দলও হেরে যায় নিজেদের এশিয়া কাপ যাত্রার শুরুতেই। দলের এমন ব্যর্থতার সময়ে কি লিটন-তামিমকে মনে পড়ছে টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের? লাহোরে গতকালের সংবাদ সম্মেলনে সেটি অবশ্য খোলাসা করে বলেননি তিনি। তবে যারা দলে রয়েছেন, তিনি তাদের সমর্থন দিতে বলছেন।

সরাসরি না বললেও তামিম-লিটনকে মিস করার কথা ফুটে উঠেছে টাইগার কোচের কণ্ঠে, ‘টপ-অর্ডারে এরকম অভিজ্ঞতা না থাকা যেকোনো দলের জন্যই বড় চ্যালেঞ্জ। কিন্তু আমরা ইনজুরি নিয়ে কিছু করতে পারি না। এখানে যারা আছে, তাদেরই সমর্থন জানাতে হবে। তাদের প্রতিভা আছে বলেই নেওয়া হয়েছে।’

আরও পড়ুন >> হারলে বিদায়, জিতলে সাকিবদের সামনে যে সমীকরণ

শ্রীলঙ্কার বিপক্ষে একাদশ নিয়ে সমালোচনা ছিল। যে কারণে আফগানিস্তানের বিপক্ষে কি কোনো পরিবর্তন আসবে এমন প্রশ্নে হাথুরু বলেন, ‘আমরা এখানে কেবল এসেছি। এখনও উইকেট দেখিনি। যদি উইকেট আলাদা হয়, তাহলে আমরা আলাদা কম্বিনেশন দেখবো।’

এর আগে হাথুরুর মাথায় এখন বিশ্বকাপ নয়, কেবল এশিয়া কাপ পরিকল্পনায় থাকার কথা বলেছিলেন। টাইগার এই ওস্তাদের কাছে এশিয়া কাপের দ্বিতীয় রাউন্ডে খেলা বেশি গুরুত্বপূর্ণ, ‘আমরা বিশ্বকাপ নিয়ে ভাবছি না এই মুহূর্তে। ফোকাস হচ্ছে এশিয়া কাপ খেলা। এই ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ পরের রাউন্ডে যাওয়ার জন্য।’

আরও পড়ুন >> পরিসংখ্যানে বাংলাদেশ-আফগানিস্তানের কারা এগিয়ে?

গত আগস্ট মাসের শুরুতে ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন তামিম। এছাড়া ইনজুরির কারণে এশিয়া কাপেও তার অনুপস্থিতির কথা ঘোষণা দেন। তবে মাঠে ফেরার লক্ষ্যে অনুশীলন করে যাচ্ছেন সাবেক এই টাইগার অধিনায়ক। ধারণা করা হচ্ছে, ঘরের মাঠে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে তিনি মাঠের ক্রিকেটে ফিরবেন। আগামী ২১, ২৩ ও ২৬ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। তবে সিরিজটিতে দ্বিতীয় সারির দল পাঠাবে কিউইরা।

এসএইচ/এএইচএস