দুই দলই ফেভারিট, তবে আমরা ভালো করব : শহিদী
চলমান এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে রোববার মাঠে নামতে যাচ্ছে আফগানিস্তান। তবে তাদের চেয়ে প্রতিপক্ষ বাংলাদেশের জন্য ম্যাচটি বেশি গুরুত্বপূর্ণ। কেননা এই ম্যাচে হারলেই এশিয়া কাপ আসর থেকে ছিটকে যাবে টাইগাররা। অন্যদিকে, আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী আগের চেয়ে নিজ দলের ভালো পারফরম্যান্স আশা করছেন। তবে উভয় দলকেই ফেভারিট মনে করছেন তিনি।
ম্যাচের আগের দিন আজ (শনিবার) সংবাদ সম্মেলনে আসেন হাশমতউল্লাহ শহিদী। এ সময় আফগান এই অধিনায়ক বলেন, ‘আমি বেশ আশাবাদী। কারণ দল হিসেবে আমরা আগের চেয়ে শক্তিশলী। আমরা এই দলের সঙ্গে দুই বছর ধরে কাজ করছি। দেখুন, আমাদের দলে অনেক তরুণ আছে, যারা প্রতিভাবান। আমি বিশ্বাস করি আমরা আগে যা করেছি তার চেয়ে আরও ভালো পারফর্ম করব।’
বিজ্ঞাপন
শহিদীর মতে যারা ভালো করবে ফলাফল তাদের পক্ষে যাবে, ‘হ্যাঁ (আফগানিস্তান ফেভারিট)। দুটি দলই ভালো, আপনি বলতে পারবেন না বাংলাদেশ ভালো দল নয়। আসলে দুটি দলই ফেভারিট, কিন্তু আমি বিশ্বাস করি আমার দল ভালো করবে। যারা ভালো ও ইতিবাচক ক্রিকেট খেলবে ফলাফল তাদের পক্ষেই যাবে।’
আফগান অধিনায়ক শহিদী মনে করেন তাদের শক্তির জায়গা বোলিং, তবে ব্যাটিংও উন্নতি হয়েছে, ‘আমার কাছে আসলে তেমনটা মনে হয় না (ব্যাটিংয়ে অধারাবাহিকতা)। বোলিংটা আমাদের শক্তির জায়গা, আমাদের ব্যাটিংও অনেক উন্নতি করেছে। আমাদের দলে ইব্রাহিম, গুরবাজ, রহমতের মতো বেশ কয়েকজন তরুণ আছে। যাদের কারণে আমাদের ব্যাটিংও শক্তিশালী। এটা ঠিক আমরা গত দুই ম্যাচে কলাপ্স করেছি। টিম মিটিংয়ে এ নিয়ে কথা বলেছি আমরা। চেষ্টা করব যাতে এটা আর না হয়। ইনশাআল্লাহ এটা (ব্যাটিং ধস) আর হবে না।’
এসএইচ/এএইচএস