এশিয়া কাপ
হাথুরুর ভাবনায় এখন দ্বিতীয় রাউন্ড
এশিয়া কাপে বাংলাদেশের শুরুটা ভালো না হলেও এখনই আশা ছাড়ছেন না কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বরং শ্রীলঙ্কার বিপক্ষে শিষ্যদের ভুলগুলো শুধরে তিনি আফগানিস্তানের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছেন। সাকিব আল হাসানদের সামনেও জয়ের কোনো বিকল্প নেই। তবে ম্যাচটি জিতলেও কঠিন সমীকরণের মুখে পড়তে হতে পারে টাইগারদের।
আফগানদের বিপক্ষে নামার আগে আজ (শনিবার) সংবাদ সম্মেলনে হাথুরু বলেন, ‘ফাইনাল নিয়ে ভাবার আগে আমাদের দ্বিতীয় রাউন্ডে যেতে হবে। এই ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা জানি এ ম্যাচ অবশ্যই জিততে হবে। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি শেষ ম্যাচে। নিজেদের ঠিকভাবে প্রতিনিধিত্বও করতে পারিনি। তবে আমরা আত্মবিশ্বাসী যে আমাদের সেরা খেলা আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে নিয়ে আসতে পারবো।’
বিজ্ঞাপন
আফগান বোলিং অ্যাটাককে সেরা মানছেন হাথুরু। সে কারণে টাইগারদের সামনে কী চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেটা ভালোই জানেন এই লঙ্কান কোচ, ‘আফগানিস্তানের বোলিং অ্যাটাক পৃথিবীর অন্যতম সেরা। অবশ্যই এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। তবে সম্প্রতি আমরা তাদের বিপক্ষে খেলেছি। ব্যাটাররা সাফল্য পেয়েছে কিছু। এটা নির্ভর করছে ওই দিনে আপনি কী পারফর্ম করছেন। আমরা ভালোভাবেই জানি কী চ্যালেঞ্জ নিতে হবে আমাদের।’
আরও পড়ুন >> সুপার ফোরে যেতে বাংলাদেশের জটিল সমীকরণ
‘তাদের অন্যতম সেরা বোলিং অ্যাটাক আছে, বিশেষত সীমিত পরিসরের ক্রিকেটার। তাদের দুজন বিশ্বমানের পেসার আছে, কয়েকজন ভালো পেসারের সঙ্গে। আমরা তাদের থ্রেট কেমন হবে সেটা ভালোই জানি, কারণ টি-টোয়েন্টির সঙ্গে ওয়ানডেও খেলেছি তাদের বিপক্ষে’, যোগ করেন হাথুরু।
এসএইচ/এএইচএস