পাকিস্তানের বিপক্ষে যে কারণে বাদ পড়লেন শামি
একদিন আগেই মোহাম্মদ শামি জানিয়েছিলেন, পাকিস্তানের বিপক্ষে দলে সুযোগ পেলে শতভাগ উজাড় করে দিতে চান। শাহিন-রউফদের শক্তিশালী পেস ব্রিগেডের বিপরীতে ভারতীয় দলে শামিকে দেখছিলেন অনেকেই। তবে আজ একাদশ ঘোষণা হতেই দেখা গেল, বাদ পড়েছেন ভারতীয় এ পেসার। মূলত ব্যাটিংয়ে শক্তি বাড়াতে তার বদলে পেস অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে দলে নেওয়া হয়েছে।
পাকিস্তানের বিপক্ষে শামির অভিজ্ঞতা অবশ্য সুখকর নয়। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বিশাল ব্যবধানে হারের পর সমর্থকদের রোষানলে পড়েন এই পেসার। শামিকে পাকিস্তানের দ্বাদশ ক্রিকেটার হিসেবে আখ্যা দিয়েছিল উগ্রবাদী কিছু সমর্থক। ‘পাকিস্তানের হয়ে কত টাকা খেয়েছিস’, ‘তুই দেশ দেশদ্রোহী, পাকিস্তান চলে যা’-এমন সাইবার বুলিংও করেছিল ভারতীয় সমর্থকরা।
বিজ্ঞাপন
— CA Chetan T (@Chetan0712) September 2, 2023
তবুও আরেকটা পাকিস্তান লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন শামি। ওয়ানডে ক্রিকেটেও রেকর্ড সমৃদ্ধ তার। ৯০ টি ম্যাচ খেলে নিয়েছেন ১৬২টি উইকেট। চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষেও ওয়ানডে সিরিজের দলে ছিলেন। ৮ ম্যাচে শামি নিয়েছিলেন ১০টি উইকেট। সেই বোলারকে বাদ দিয়ে পাকিস্তানের বিপক্ষে কেন নামছে ভারত?
মনে করা হচ্ছে শামির জায়গায় শার্দুলকে নেওয়ার মূল কারণ, তার ব্যাটিং। পাকিস্তানের বিপক্ষে দলের ব্যাটিং গভীরতা চাইছেন রোহিত। সেই কারণে শার্দুলকে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু একজন অভিজ্ঞ পেসারকে বাদ দেওয়া ঠিক সিদ্ধান্ত কি না ম্যাচ শেষেই জানা যাবে সেটির উত্তর।
এফআই