ফাইল ছবি

গতকাল পাল্লেকেল্লেতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। আগে ব্যাটিং করতে নেমে ৪২ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৬৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। জবাবে ৩৯ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। এই হারে আসরে টিকে থাকার সমীকরণটা বাংলাদেশের জন্য বেশ কঠিন হয়ে গেছে।

শান্ত অবশ্য এখনই অত দূর ভাবতে রাজি নন। তিনি বরং আশাবাদী—বাংলাদেশ এখনো সুপার ফোরে খেলতে পারবে, ‘অবশ্যই সম্ভব (সুপার ফোরে খেলা)। তবে এত দূর চিন্তা না করে আমাদের এখন পরের ম্যাচটা কীভাবে জিততে পারি, সেটা নিয়েই পরিকল্পনা করতে হবে, প্রস্তুতি নিতে হবে। আমরা ওই ম্যাচটা জেতার জন্যই খেলব। ম্যাচটা যদি জিতি, তাহলে কি পরিস্থিতি দাঁড়ায়, সেটা তখনই দেখা যাবে।’

‘আমাদের উইকেট দেখে মনে হয়েছিল ব্যাটিং করার মত ছিল। আমাদের অধিনায়ক, কোচ সবাই যেই সিদ্ধান্ত নিয়েছে সেটাতে আমরা একমত ছিলাম। আমরা ভালো ব্যাটিং করিনি। উইকেট খুব সহজ ছিল বলব না। কিন্তু আমরা আরও ভালো ব্যাটিং করতে পারতাম।’-আরও যোগ করেন শান্ত।

তার আক্ষেপ ২৫০-২৬০ রানের, ‘আসলে আমাদের লক্ষ্য ছিল ২৫০-২৬০ এর মত রান করা। উইকেট খুব বেশি সহজ ছিল না। নতুন বলে ব্যাটিং সহজ হলেও এরপর কিছুটা কঠিন ছিল। আমরা চেষ্টা করেছিলাম অন্তত ২৬০ রান করতে, এটাই পরিকল্পনা ছিল।’ 

লিটন দাস না থাকায় বাংলাদেশ দলের প্রথম চার ব্যাটারই ছিলেন বাঁহাতি। তবে সেটাকে কোনো সমস্যা দেখেননি শান্ত, ‘আমার মনে হয় না, এটা কোনো সমস্যা ছিল। কারণ, সবাই বাঁহাতি–ডানহাতি বোলারদের খেলার প্রস্তুতি নিয়েই আসে। আমাদের সবারই সামর্থ্য আছে যেকোনো পরিস্থিতি ও যেকোনো বোলিংয়ের বিপক্ষে ব্যাটিং করার।’

এসএইচ/এইচজেএস