আফগানদের বিপক্ষে অতীত নিয়ে চিন্তিত নন শান্ত
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ দল। আর প্রথম ম্যাচে এমন হারের ফলে টাইগারদের শঙ্কা জেগেছে সুপার ফোরে খেলা নিয়েও। এদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। বাঁচা-মরার এই ম্যাচে অবশ্য জয় ছাড়া কিছু ভাবছেন না নাজমুল হোসেন শান্ত।
বৃহস্পতিবার প্রথম ম্যাচে হারের পর সংবাদ সম্মেলনে এসে আফগান ম্যাচ নিয়ে শান্ত বলছিলেন, ‘পরের ম্যাচ জেতার জন্যই খেলব। পরের ম্যাচ জেতার পর আসলে কী পরিস্থিতি দাঁড়াবে সেটা বোঝা যাবে। কিন্তু পরের ম্যাচ যখন খেলব জেতার জন্যই খেলব। আমরা শেষ দুটি টি-টোয়েন্টি ভালো খেলেছিলাম। ওয়ানডে সিরিজটি ভালো যায়নি। আমরা অতীতে কী হয়েছে এটা নিয়ে চিন্তিত নয়, আমাদের দল খুবই ভালো। আমরা বিশ্বাস করি আমরা যদি আমাদের খেলাটা খেলতে পারি তাহলে অবশ্যই আফগানিস্তানের সঙ্গে ভালো করা সম্ভব।’
বিজ্ঞাপন
শ্রীলঙ্কা থেকে আজই পাকিস্তানের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। তবে এমন ভ্রমণ ক্লান্তি কাটিয়ে আফগানিস্তান ম্যাচের জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত, এমন প্রশ্নে শান্ত বলেন, ‘ট্রাভেলের বিষয়টি আমাদের নিয়ন্ত্রণে নেই। এটা নিয়ে চিন্তাও করছি না। আমি আগেও যেটা বললাম আগে যে তিনটা ম্যাচ হেরেছি সেটা নিয়েও চিন্তিত না। আমরা ওই নির্দিষ্ট দিনে যদি ভালো করতে পারি আমরা যেকোনো দলের বিপক্ষেই জিততে পারব মনে হয়।’
এদিকে শ্রীলঙ্কার পাল্লেকেল্লের উইকেট নিয়ে সন্তুষ্ট নন শান্ত। টাইগার এই ব্যাটার আশা করেছিলেন উইকেট হবে স্পোর্টিং, ‘আসলে এখানে উইকেট সবসময় ভালোই থাকে। আজকে তেমন ভালো ছিল না। তবে এগুলো আমাদের হাতে ছিল না। আমাদের আমাদের খেলাটা ভালোভাবে খেলতে হবে। তাই আমরা উইকেট নিয়ে খুব বেশি চিন্তা করি না। তবে এমন বড় টুর্নামেন্টে আমরা স্পোর্টিং উইকেট আশা করি।’
এসএইচ/এসকেডি