ঘরের মাঠে আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচগুলোর সম্প্রচারে নতুন মিডিয়া স্বত্ব বিক্রি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। আগামী পাঁচ বছরের জন্য ভায়াকম ১৮ রোহিত শর্মাদের বোর্ডের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে। ডিজনি স্টার ও সনিকে পেছনে ফেলা এই প্রতিষ্ঠান থেকে বিসিসিআইয়ের আয় হবে সবমিলিয়ে ৬ হাজার কোটি রুপি। কেবল তাই নয়, প্রতি ম্যাচে তারা বাংলাদেশি মুদ্রায় ৯০ কোটি (৬৭.৭৬ কোটি রুপি) টাকা পকেটে পুরাবে।

আজ (বৃহস্পতিবার) নতুন মিডিয়া সহযোগী ভায়াকম ১৮-কে শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘আগামী পাঁচ বছর ভারতের ঘরের মাঠে হওয়া খেলার সম্প্রচারস্বত্ব পেয়েছে ভায়াকম ১৮। তাদের শুভেচ্ছা জানাচ্ছি। ছেলে এবং মেয়েদের আইপিএলের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গেও চুক্তি করল এই সংস্থা।’

যদিও ভারতীয় বোর্ড টিভিস্বত্ব বিক্রির সুনির্দিষ্ট মূল্য জানায়নি। তবে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর খবর, ২০২৩ থেকে ২০২৭ চক্রের জন্য বিসিসিআই অনুমানিক ৫ হাজার ৯৬৩ কোটি রুপিতে সম্প্রচারস্বত্ব বিক্রি করেছে। ঘরোয়া ক্রিকেট চুক্তির অংশ হলেও সেখানে নেই আইপিএল।

আরও পড়ুন >> ভারত-পাকিস্তান ম্যাচ অনিশ্চিত!

এর আগে এই নিলামে ভায়াকম ১৮-এর সঙ্গে অংশ নেয় ডিজনি স্টার ও সনি। ডিজিটাল ক্যাটাগরির জন্য ৩ হাজার ১০১ কোটি রুপি বিড করে মুম্বাইয়ের এই মিডিয়া কোম্পানিটি। আর টেলিভিশন স্বত্বের জন্য তাদের বিড ছিল ২ হাজার ৮৬২ কোটি রুপি। নতুন এই চুক্তিতে প্রতিটি ম্যাচের গড় সম্প্রচার মূল্য দাঁড়িয়েছে প্রায় ৬৭ কোটি ৭৫ লাখ রুপি। যা আগের চক্রে স্টার ইন্ডিয়ার দেওয়া ৬০ কোটি রুপির চেয়ে ১২.৯২ শতাংশ বেশি। গত ১১ বছর ঘরের মাঠে ভারতের ম্যাচগুলো দেখা যেত স্টারে। 

২০১৮-২৩ চক্রে ১০২টি আন্তর্জাতিক ম্যাচের জন্য বিসিসিআইকে ৬ হাজার ১৩৮ কোটি রুপি দিয়েছিল ডিজনি স্টার, যা আগে ছিল স্টার ইন্ডিয়া। এবার পাঁচ বছরে ৮৮টি আন্তর্জাতিক ম্যাচের জন্য সম্প্রচার স্বত্ব কিনল ভায়াকম ১৮।

এএইচএস