বাংলাদেশকে ৫ উইকেটে হারাল শ্রীলঙ্কা
৩১ আগস্ট (বৃহস্পতিবার) পাল্লেকেল্লেতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। আগে ব্যাটিং করতে নেমে ৪২ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৬৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। জবাবে ৩৯ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। এই হারে আসরে টিকে থাকার সমীকরণটা বাংলাদেশের জন্য বেশ কঠিন হয়ে গেছে।
সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা- ১৬৫/৫ (৩৯ ওভার), বাংলাদেশ- ১৬৪/১০ (৪২.৪ ওভার)
বিজ্ঞাপন
ঘুরেফিরে ওপেনিংয়ে সেই চিরচেনা ব্যর্থতা। গত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের হয়ে ইনিংস ওপেন করেছেন তামিম ইকবাল। তবে চোট আর মানসিক অবসাদ দুইয়ে মিলে এবারের এশিয়া কাপে খেলছেন না এই অভিজ্ঞ ওপেনার।
শ্রীলঙ্কার বিপক্ষে আজ ওপেনিংয়ে নামেন অভিষিক্ত তানজিদ হাসান তামিম এবং নাঈম শেখ। কেউই আস্থার প্রতিদান দিতে পারেননি।
এইচজেএস