বিশ্রামে থাকবেন মুস্তাফিজ!
প্রতীক্ষিত এশিয়া কাপের পর্দা উঠেছে গতকালই। আজ বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। মাঠে নামার আরো একটি মন খারাপের খবর রয়েছে টাইগারদের জন্য। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে একাদশে নাও থাকতে পারেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান।
সংবাদমাধ্যম ক্রিকইনফো তাদের ম্যাচ প্রিভিউতে জানিয়েছে, হাঁটুতে সামান্য ব্যথা (নিগল) অনুভব করছেন মুস্তাফিজ। যে কারণে তাকে খেলতে নাও দেখা যেতে পারে। যদি মুস্তাফিজ একাদশে না থাকেন তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে পেস আক্রমণে তাসকিন আহমেদ-হাসান মাহমুদের সঙ্গে থাকবেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম।
বিজ্ঞাপন
এ ছাড়া প্রথম ম্যাচেই বাংলাদেশ পাচ্ছে না বেশকিছু নিয়মিত মুখকে। জ্বরের কারণে শেষ মুহূর্তে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস। দলে ডাক পেয়ে লঙ্কায় উড়াল দিয়েছেন এনামুল হক বিজয়। তবে প্রথম ম্যাচে ওপেনিংয়ের জন্য টাইগার একাদশে দেখা যাবে নাঈম শেখ-তানজিদ হাসান তামিমকে।
আরও পড়ুন: ভারত-শ্রীলঙ্কার আধিপত্য, অপেক্ষা ফুরোবে বাংলাদেশের?
তিন নাম্বারে বেশ কিছুদিন ধরেই আস্থার প্রতীক নাজমুল হোসেন শান্ত। আজকেও তিনিই খেলবেন এই পজিশনে। যেহেতু ডানহাতি ব্যাটার টপ অর্ডারে নেই, সেক্ষেত্রে চারে দেখা যেতে পারে তাওহীদ হৃদয়কে। যে কারণে পাঁচে খেলবেন সাকিব আল হাসান। ছয়ে দেখা যাবে মুশফিকুর রহিমকে। হাথুরুসিংহের দ্বিতীয় মেয়াদে ছয় নাম্বারে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন এই অভিজ্ঞ ব্যাটার।
শ্রীলঙ্কার পাল্লেকেলেতে অফ স্পিনারদের জন্য রয়েছে বাড়তি সুবিধা। সে সব চিন্তা করেই একাদশে বাড়তি একজন অফ স্পিনার খেলাতে পারে বাংলাদেশ দল। সেক্ষেত্রে আফিফ হোসেনের দলে থাকার সম্ভাবনা কম, তাই সাতে খেলার সম্ভাবনা রয়েছে মেহেদী হাসান মিরাজের। বাড়তি অফ স্পিনার হিসেবে আট নম্বরের বিবেচনায় শেখ মেহেদি থাকবেন সবচেয়ে এগিয়ে।
আরও পড়ুন: অনলাইনে যেভাবে দেখবেন এশিয়া কাপ
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হ্রদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।
এসএইচ/এফআই