এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। তবে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেলেন সাকিব আল হাসান। টাইগার এই অধিনায়ককে টপকে আবারও টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদি।

গতকাল (বুধবার) ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নিজের প্রথম ওভারেই জনি বেয়ারস্টোকে সাজঘরে ফিরিয়ে শীর্ষস্থান নিজের দখলে নেন কিউই এই পেসার। এর আগে গেল মার্চে সাউদিকে টপকে গিয়েছিলেন সাকিব

আরও পড়ুন: সবার শীর্ষে সাকিব, দুইয়ে পরীমণি

১৪০ উইকেট নিয়ে সিরিজের প্রথম ম্যাচ শুরু করেছিলেন সাউদি। ইংল্যান্ডের বিপক্ষে ১ উইকেট নিয়ে এখন তিনিই শীর্ষে। টিম সাউদি এই রেকর্ডটা অবশ্য নিজের কাছে অনেক দিনই রাখতে পারবেন। কারণ সাকিব পরবর্তী টি-টোয়েন্টি খেলবেন আগামী ডিসেম্বরে, এই নিউজিল্যান্ডের বিপক্ষেই।

সর্বোচ্চ উইকেটশিকারির দৌড়ে সাকিব-সাউদির লড়াই চলছেই।

বর্তমানে টি-টোয়েন্টিতে ১১১ ম্যাচে সাউদির উইকেট সংখ্যা এখন ১৪১টি। ১১৭ ম্যাচে ১৪০ উইকেট নিয়ে তারপরেই আছেন সাকিব। সাকিব-সাউদির চেয়ে অনেক কম ম্যাচ খেলে ১৩০ উইকেট নিয়ে তিন নম্বরে আছেন রশিদ খান।

একনজরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক পাঁচ উইকেট শিকারি বোলার 

টিম সাউদি- ১৪১
সাকিব আল হাসান- ১৪০
রশিদ খান- ১৩০ 
ইশ সোধি- ১১৯
লাসিথ মালিঙ্গা- ১০৭

এসএইচ/এফআই