এশিয়া কাপে নেপালের শোচনীয় শুরু
সব অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পর্দা উঠল ক্রিকেটের অন্যতম প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট এশিয়া কাপের। ৬ জাতির এই টুর্নামেন্টে টেস্ট স্ট্যাটাস পাওয়া ৫ এশিয়ান দেশের সঙ্গে যুক্ত হয়েছে বাছাইপর্ব পেরিয়ে আসা নেপাল। এবারের এশিয়া কাপকে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবেই দেখছে দলগুলো।
১৯৮৪ সালে যাত্রা শুরু হয়েছিল এশিয়া কাপ টুর্নামেন্টের। দুই বছর পরে অনুষ্ঠিত আসর থেকেই বাংলাদেশ অংশগ্রহণ করে আসছে। এখন পর্যন্ত এশিয়া কাপের ১৫টি আসর অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে দুটি আসর ছিল টি-টোয়েন্টি ফরম্যাটের। বাকি ১৩টি ছিল ওয়ানডে সংস্করণের।
বিজ্ঞাপন
এশিয়া কাপ ক্রিকেটে সবচেয়ে সফলতম দল ভারত ও শ্রীলঙ্কা। অন্যদিকে, তিনবার এশিয়া কাপের ফাইনালে খেললেও এখনো শিরোপাখরা ঘোচাতে পারেনি বাংলাদেশ। এবার বড় কিছুর স্বপ্ন সাকিব আল হাসান বাহিনীর।
পাকিস্তানের সংগ্রহ ৩৪২/৬ (৫০ ওভার)
নেপালের সংগ্রহ ১০৪/১০ (২৩.৪ ওভার)
— MrDeepak (@X_MrDeepak) August 30, 2023
— Pakistan Cricket (@TheRealPCB) August 30, 2023
— Himanshu Pareek (@Sports_Himanshu) August 28, 2023
— Johns. (@CricCrazyJohns) August 30, 2023
এফআই/এএইচএস