কি দুর্দান্ত ছন্দেই না ছিলেন ১৯ এর রোহিত শর্মা! বিশ্বকাপে ব্যাট হাতে রীতিমতো রানের বন্যা বসিয়ে দিয়েছিলেন ভারতীয় এই ওপেনার। দলের প্রয়োজন বুঝে ব্যাট চালিয়েছেন। প্রয়োজনে খেলেছেন লম্বা ইনিংস। ক্যারিয়ারে ১৭ বিশ্বকাপ ম্যাচে তার সেঞ্চুরি ৬টি, যার মধ্যে ৫টিই এসেছিল ইংল্যান্ডের সেই আসরে। 

অতিমানবীয় রোহিতে ভর করে সেবার বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে জয়টা হয়ত চলেই আসতো তাদের। তবে মহেন্দ্র সিং ধোনির রানআউটের পর সেই স্বপ্নটা বিসর্জন দিতে হয় টিম ইন্ডিয়াকে। কালের চক্রে সেই রোহিত এবার অধিনায়ক। বিশ্বকাপটাও ফিরেছে তার নিজের দেশে। দলকে জেতাতে মরিয়া রোহিত তাই অকপটে বললেন, ২০১৯ সালটাকেই আবার ফিরিয়ে আনতে চান তিনি। 

বিশ্বকাপের আগে নিজের সেই ফর্ম ফেরাতে চাপ সামলানোর কথাটাই আগে বললেন ভারতের বর্তমান অধিনায়ক, 'কীভাবে আমি নিজেকে শান্ত রাখছি সেটাই গুরুত্বপূর্ণ। খেলার বাইরে এমন কিছু নিয়ে মাথা ঘামাতে চাই না যা ইতিবাচক বা নেতিবাচকভাবে আমার মধ্যে প্রভাব ফেলবে। ভাবনার সব দরজা বন্ধ রাখতে চাই। ২০১৯ বিশ্বকাপের আগে যে রকম মানসিকতা ছিল, সে রকমই রাখতে চাই।'

আরও পড়ুন: শেবাগের মতে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত

২০১৯ বিশ্বকাপে এক অর্থে নিজের সেরা সময় পার করেছিলেন রোহিত। ৮১ গড়ে ব্যাট করেছেন, হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। সেই সময়ের কথাও স্মরণ করতে চান এই ওপেনার, ‘সেই বিশ্বকাপের আগে মানসিকভাবে দারুণ জায়গায় ছিলাম। প্রস্তুতিও ভাল হয়েছিল। খুব ভাল লেগেছিল খেলার সময়। সেই জায়গা ফিরে যেতে চাই। হাতে সময়ও রয়েছে। ২০১৯ বিশ্বকাপের আগে ঠিক কী কী করেছিলাম সেটা মনে করতে চাই। ক্রিকেটার এবং মানুষ হিসাবে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে চাই।'

নিজ দেশের মাটিতে বিশ্বকাপ জেতার জন্য চাপ আছে ভারতের উপর। তবে রোহিত অবশ্য ইতিবাচকই থাকছেন। বিশ্বকাপ না জিতলেও মানসিকতায় পরিবর্তন আনবেন না বলে জানিয়েছেন ভারতীয় অধিনায়ক, ‘রাতারাতি কেউ সফল বা ব্যর্থ হতে পারে না। এক মাসের ক্রিকেট ব্যক্তি হিসাবে আমাকে বদলাতে পারবে না। গত ১৬ বছরেও মানুষ হিসাবে বিশেষ বদলাইনি। আপাতত আমার লক্ষ্য আগামী দুই মাসে নিজের এবং দলের জন্যে কী অর্জন করতে পারি।’

জেএ