ফাইল ছবি

আইসিসির পূর্ণ সদস্য হিসেবে সরাসরি এশিয়া কাপের মূল পর্বে খেলছে ৫টি দেশ-ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। পাশাপাশি কোয়ালিফায়ার পর্ব পেরিয়ে এসেছে নেপাল। ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলবে নেপাল। দলটির প্রধান কোচ মন্টি দেশাই জানালেন নিজেদের মানসিকতা দেখাতে চান এই টুর্নামেন্টে।

গত মে মাসে এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এশিয়া কাপের টিকিট কাটে নেপাল। কোচ মন্টি দেশাই বলছেন যোগ্যভাবেই তারা এশিয়া কাপে এসেছেন।

পাকিস্তানে সাংবাদিকদের তিনি জানান, 'নেপাল যোগ্যভাবেই এশিয়া কাপ খেলতে এসেছে। আমাদের এই যাত্রায় কিছু গল্প আছে, যা একান্তই আমাদের। কয়েক মাস আগে আমরা এসিসি প্রিমিয়ার লিগে শিরোপা জিতে তবেই এখানে এসেছি।'

৩০ আগস্ট আসরের উদ্বোধনী ম্যাচটি পাকিস্তানের মুলতানে। এ দিন স্বাগতিকদের প্রতিপক্ষ নেপাল। মুলতানের প্রথম ম্যাচ সামনে রেখে ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছে গেছে দলটি। করেছে বেশ কয়েকটি অনুশীলন সেশনও।

ভারত, পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য ক্রিকেটাররা রোমাঞ্চিত উল্লেখ করে নেপাল কোচ বলেন, 'যদি তারা এখানে নিজেদের স্কিল দেখাতে পারে তবে বিশ্ব ক্রিকেট নতুন কিছু দেখতে পাবে। তারা (ক্রিকেটাররা) সত্যি মুখিয়ে আছে ইতিহাসের অংশ হতে, ভারত, পাকিস্তানের মতো দুইটি টেস্ট খেলুড়ে বড় দলের বিপক্ষে খেলাটাকে উদযাপন করতে।'

এইচজেএস