দিন কয়েক বাদেই মাঠে গড়াতে যাচ্ছে এশিয়া কাপের এবারের আসরের। বিশ্বকাপের আগে ড্রেস রিহার্সালের এই টুর্নামেন্ট ঘিরে বাংলাদেশের পরিকল্পনার সাথে চাওয়া পাওয়া রয়েছে তুঙ্গে। তবে বাংলাদেশ দলের সাবেক পেসার তাপস বৈশ্য জানালেন অন্যান্য দলের তুলনায় এশিয়া কাপে টাইগাররা এবার অনেক দুর্বল। 

নিজের ফেসবুক পেইজে একটি ভিডিও বার্তায় তাপস বলেন, 'এশিয়া কাপ নিয়ে আমরা কি ভাবছি? আমাদের কি মনে হচ্ছে এশিয়া কাপে গিয়ে বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন হয়ে যাবে? আমি যখন কথা বলি, তখন আমার জায়গা থেকে বাস্তবতা বলার চেষ্টা করি। মানুষ হিসেবে অবশ্যই আমি ইতিবাচক কথা বলব। কিন্তু ইতিবাচক কথাটা অবাস্তব বললে তো হবে না। আমি যদি এখন চিন্তা করি পাখি হয়ে উড়াল দিয়ে দেব। এটা ইতিবাচক কিন্তু আমি পাখির মতো উড়াল দিয়ে তো যেতে পারব না। ঐ ধরণের ইতিবাচক কথা বলে তো লাভ নেই।'

আরও পড়ুন: এশিয়া কাপ ও বিশ্বকাপ ঘিরেই সব স্বপ্ন সাকিবের

আরও যোগ করেন, 'এশিয়া কাপে আমাদের দল অন্যান্য দলের তুলনায় চিন্তা করে দেখি তাহলে বাংলাদেশ দল অনেক দুর্বল। একটা ম্যাচে তিন ওভারে ৪০ রান দরকার। উইকেট পাঁচটা পড়ে গেছে। ওয়ান টু মুশফিক আউট… তিন ওভারে ৪০ কে করবে? আমাদের ঐ শক্তিই নাই। এশিয়া কাপ ৫০ ওভারের খেলা। এই ফরম্যাটটায় আমরা ভালো খেলি। কিন্তু আমরা বেশি ভালো খেলি মিরপুরে, এটাই সমস্যা।'

আরও পড়ুন: উইজডেনের চোখে এশিয়া কাপে বাংলাদেশের সেরা একাদশ 

টাইগারদের এই সাবেক পেসার বললেন মিরপুরের উইকেটে খেলে অভ্যস্ত বাংলাদেশ দলের ক্রিকেটাররা, 'আমার সমস্যা এখানেই। মিরপুরে আমরা এত ভালো খেলি। এখানকার ক্রিকেট আমরা অন্য কোথাও খেলতে পারি না। মিরপুরে আপনি কখনও দেখবেন না আমরা ৩৩০-৩৪০ করে ফেলেছি বা প্রতিপক্ষ ৩২০ করে ফেলেছে সেটি আমরা তাড়া করেছি। কিন্তু শ্রীলঙ্কায় রান হবে। সেখানে ৩০০, ৩৫০ রান হবে। কারণ খেলাটা এত গরম, ড্রাই অবস্থায় হবে বোলারদের জন্য কিছুই থাকবে না।'

এসএইচ/এফআই