অ্যাথলিটদের পারফরম্যান্স ঠিক রাখতে সবসময় ফিট থাকতে হয়। এক্ষেত্রে সবার অনুপ্রেরণা হতে পারেন ‘ফিটনেস ফ্রিক’ বিরাট কোহলি। বয়সটা ৩৫ ছুঁইছুঁই। এ বয়সেও অনুশীলনে একবিন্দু ছাড় দিতে নারাজ তিনি। বিশ্ব ক্রিকেটে ধরে রেখেছেন  নিজের অবস্থান। তবে সোশ্যাল মিডিয়ায় নিজের ফিটনেস টেস্টের তথ্য শেয়ার করে কিছুটা ঝামেলায় পড়লেন কোহলি।

এশিয়া ও বিশ্বকাপ সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেসে জোর দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মূল প্রস্তুতি শুরুর আগে বিশেষ ফিটনেস ক্যাম্প করানো হয়েছে রোহিত-কোহলিদের। জিমের পাশাপাশি ক্রিকেটারদের খাদ্যাভ্যাস ও ঘুমের রুটিনও বেঁধে দিয়েছিল বিসিসিআই। ইয়ো-ইয়ো টেস্টে অংশ নিতে হয়েছে দেশে থাকা ক্রিকেটারদের। সেখানে সর্বোচ্চ স্কোর করেছেন বিরাট কোহলি।

ইয়ো ইয়ো পরীক্ষায় পাশ করে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন কোহলি। ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করেন এবং লেখেন, ‘ইয়ো ইয়ো টেস্ট শেষ করার পরের আনন্দ। ১৭.২ হয়েছে।’ বিরাটের এমন কাণ্ড ভালোভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের তরফে ক্রিকেটারদের এমন তথ্য ফাঁস করতে নিষেধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কোহলির সম্পদের পরিমাণ কত?

এক বোর্ড কর্তা বলেন, কোনো গোপন তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা থেকে বিরত থাকতে বলা হয়েছে ক্রিকেটারদের। মৌখিকভাবেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। অনুশীলনের ছবি পোস্ট করতেই পারে কেউ। কিন্তু কত স্কোর করেছে, সেটা বলে দেওয়ার অধিকার নেই তাদের।’

গতকাল বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করেছে ভারত। ছ’দিন বেঙ্গালুরুতে অনুশীলন করবে তারা। তার পর এশিয়া কাপের ম্যাচ খেলতে শ্রীলঙ্কা যাবেন রোহিত শর্মারা। সেখানে ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবেন তারা। 

এফআই