বাংলাদেশ সিরিজের জন্য মুখিয়ে আছেন কিউই কোচ বেল
ইংলিশ ক্রিকেটের পরিচিত এক নাম ইয়ান বেল। লম্বা একটা সময় থ্রি লায়ন্সদের হয়ে ক্রিকেট খেলেছেন এই ব্যাটার। কখনো ওপেনার, কখনো মিডল অর্ডার, দলের প্রয়োজনে যেকোন পজিশনেই ব্যাট করতে রাজি ছিলেন বেল। খেলোয়াড়ি জীবনের পর আরও অনেকের মতোই কোচিং পেশায় এসেছেন এই ইংলিশ ম্যান।
সম্প্রতি তিনি দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে। কিউইদের কোচিং প্যানেলটা এবার বেশ বড়। প্রতিটি সিরিজের জন্যই থাকছে আলাদা পরিকল্পনা। বাংলাদেশের জন্য বরাদ্দ থাকা প্যানেলে লুক রঙ্কি আর সাকলায়েন মুশতাকের সঙ্গে থাকছেন এই ব্যাটার। আর এই সফরের জন্য মুখিয়ে আছেন বলেও জানিয়ছেন বেল।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বাংলাদেশ সফরে কিউইদের কোচ থাকছেন যারা
কিউইদের দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত সাবেক এই ইংলিশ ব্যাটার। তাদের সঙ্গে বাংলাদেশ সফর করতে মুখিয়ে আছেন সাবেক এই ইয়ান বেল, 'এখন অনেক তরুণ ক্রিকেটাররা উঠে আসছে। দ্য হান্ড্রেডে দেখুন, স্পিনিং উইকেটে সেঞ্চুরি করছে এমন খেলোয়াড়ও পাচ্ছে নিউজিল্যান্ড। বিশ্বমানের একাধিক খেলোয়াড় আছে দলে। আমি বাংলাদেশের মাটিতে যে সিরিজটা আছে সেটার জন্য মুখিয়ে আছি।'
তরুণ ক্রিকেটারদের সামর্থ্য দেখতে বাংলাদেশ সিরিজকে মঞ্চ ভাবছেন বেল, 'আমি বাংলাদেশের মাটিতে যে সিরিজটা আছে সেটার জন্য মুখিয়ে আছি। কারণ ওই সময় নিউজিল্যান্ডের একাধিক খেলোয়াড় সম্পর্কে আরও কাছ থেকে ধারণা পাব। কোচ হিসেবে আমি জানি সিনিয়ররা কি করবে। কিন্তু তরুণরাদের এমন কন্ডিশনে কি করতে হবে আমি তা দেখিয়ে দিতে চাই। এই ধরণের চ্যালেঞ্জের জন্য আমি মুখিয়ে আছি। বিশেষ করে তরুণদের সাথে কাজ করতেও মুখিয়ে আছি।'
তার ভাষ্য, 'আমি বাংলাদেশের মাটিতে যে সিরিজটা আছে সেটার জন্য মুখিয়ে আছি। কারণ ওই সময় নিউজিল্যান্ডের একাধিক খেলোয়াড় সম্পর্কে আরও কাছ থেকে ধারণা পাব। কোচ হিসেবে আমি জানি সিনিয়ররা কি করবে। কিন্তু তরুণরা এমন কন্ডিশনে কি করবে আমি তা দেখিয়ে দিতে চাই।'
এসএইচ/জেএ