ফাইল ছবি

এশিয়া কাপ সামনে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চলছে ক্রিকেটারদের প্রস্তুতিমূলত ক্যাম্প। এখান থেকেই নেওয়া হবে বিশ্বকাপের প্রস্তুতি। যে কারণে এশিয়া কাপের স্কোয়াডের বাইরে থাকা আরও ৮ ক্রিকেটারকে যুক্ত করা হয়েছে এই ক্যাম্পে। এর কারণ, মূল স্কোয়াডের কারও কোনো সমস্যা হলে যেন অতিরিক্ত ক্রিকেটাররা সেই জায়গা পূরণ করতে পারেন। তাদের নিয়ে বিশ্বকাপের আগ পর্যন্তই এই ক্যাম্প চলবে বলে জানিয়েছেন কোচ সোহেল ইসলাম। 

গতকাল মিরপুরে অনুশীলন শেষে সোহেল জানান, 'আপতত ৩ তারিখ পর্যন্ত চলবে। তবে আমার কাছে মনে হয় এটা বিশ্বকাপ পর্যন্ত চলবে, কারণ এর মধ্যে নিউজিল্যান্ড সফর আছে, তারপর বিশ্বকাপে যাবে। ব্যাকঅপে যারা আছে, যাদের সম্ভাবনা আছে, তারা সব সময় এখানে অনুশীলন করবে।'

'এ অনুশীলনটা এভাবে সাজানো হয়েছে, যেন জাতীয় দলের যে তীব্রতা থাকে, মাত্রা থাকে, সেভাবেই যেন অনুশীলন করে তারা তৈরি থাকে, পিক হলে যেন জাতীয় দলে গিয়ে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে।'-আরও যোগ করেন তিনি।

অনুশীলনের ধরন নিয়ে সোহেল বলেন, 'এখানে আসলে দুভাবে প্রস্তুতি নিচ্ছে। একটা হচ্ছে স্কিল। যে জায়গায় যেসব চ্যালেঞ্জগুলো তারা চিন্তা করছে, সেভাবে প্রস্তুতি নিচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে, কে কোন বলে কীভাবে খেলবে। এখানে ফিল্ডিং অনুশীলনও চলছে।'

এসএইচ/এইচজেএস